নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইব্রাহীম খলিল মাসুম

পৃথিবী আমার আসল ঠিকানা নয়।

ইব্রাহীম খলিল মাসুম › বিস্তারিত পোস্টঃ

ধর্মের বিরুদ্ধে লিখলে বিজ্ঞানী ও হওয়া যায়

১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৩

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে লেখা কখনো গ্রহণযোগ্য নয়।
বাংলা নববর্ষের প্রথম দিনে ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমার ধর্ম আমি পালন করি, কিন্তু আমার ধর্ম সম্পর্কে কেউ যদি নোংরা কথা লেখে, বাজে কথা লেখে সেটা আমরা কেন বরদাশত করবো”।
গণভবন তাকে শুভেচ্ছা জানাতে আসা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন তিনি।
শেখ হাসিনা বলেন এখন একটা ফ্যাশন দাঁড়িয়ে গেছে যে ধর্মের বিরুদ্ধে কিছু লিখলেই তারা হয়ে গেলো মুক্তচিন্তা।
“আমি তো এখানে মুক্তচিন্তা দেখিনা,আমি এখানে দেখি নোংরামি”।
তিনি বলেন, “যাকে আমি নবী মানি তার সম্পর্কে নোংরা কেউ যদি লেখে সেটা কখনো আমাদের কাছে গ্রহণযোগ্য না”।
প্রধানমন্ত্রী বলেন নোংরা কথা, পর্ণ কথা এগুলো কেন লিখবে ? এটা তো সম্পূর্ণ নোংরা মনের পরিচয়।
"আবার একজন লিখলে আরেকজন খুন করে প্রতিশোধ নিবে এটা তো ইসলাম ধর্ম বলেনি"।
একই সাথে প্রধানমন্ত্রী নববর্ষের অনুষ্ঠানের বিষয়ে সরকারের পক্ষ থেকে দেয়া নির্দেশনা পালনের জন্যেও সবার প্রতি আহবান জানান।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৭

রুমি৯৯ বলেছেন: সহমত৷

২| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৭

হাফিজ বিন শামসী বলেছেন: অনেক পরে হলেও অনুধাবন করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ মাসুম সাহেবকে।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৯

ডঃ এম এ আলী বলেছেন: সহমত , ধর্ম নিয়ে আলোচনা সমালোচনা থাকতেই পারে তবে তা হতে হবে শালীনতার মধ্যে যেন তা যুক্তির বাইরে গিয়ে কারো অনুভুতিতে আঘাত না হানে । এটা কোনভাবেই কাম্য নয় কারো লিখায় কেহ আহত হোক সে যেই হোক ।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

আব্দুল্লাহ তুহিন বলেছেন: উনার কথা গুলা আমার ও ভাল্লাগছে,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.