![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর নানা দেশে চামড়ার রঙ আলাদা হলেও, আত্মা ও অনুভূতির রঙ অভিন্ন।- দেবাশিস্ বন্দ্যোপাধ্যায় ।
উত্তরবঙ্গের শেষ্ঠ বিদ্যাপিঠ, দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারী বিশ্ববিদ্যালয়, প্রাকৃতিক নৈসর্গ বিজরীত মতিহারের সবুজ চত্তর রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল বিশ্ববিদ্যালয় ।দেশের সবচেয়ে সাজানো গুছানো ও সুন্দর এই বিশ্ববিদ্যালয়টি দেরিতে হলেও শিক্ষার্থীদের জন্য একটি যুগউপযোগী পদক্ষেপ হাতে নিয়েছে । যা অন্যান্যদের জন্য মডেল সরুপ
আসুন দেখে নেই কিভাবে রুপান্তরিত হতে যাচ্ছে ডিজিটাল এই বিশ্ববিদ্যালয়টি।
১/ প্রত্যেক বিভাগের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট তৈরী হচ্ছে ।
২/ বর্তমানে ক্যাম্পাসে প্রদত্ত ৫১২ কেপিবিএস ওয়াইফাই ইন্টারনেটের বদলে উজিসি ফাইবার অপটিক সংযুক্ত ৫ এমবিবিএস ইন্টারনেট সংযোগ দেওয়ার কাজ চলছে । বাজেট করা হয়েছে ৩ কোটি টাকা ।
৩/ প্রত্যেক ছাত্রছাত্রীদের ডিজিটাল আইডিকার্ড এর কাজ প্রায় শেষ । ৭০% স্টুডেন্ট ডিজিটাল আইডিকার্ড হাতে পেয়েছে । ডিজিটাল আইডিকার্ডের প্রধান বৈশিষ্ট্য হলো ছাত্রছাত্রীদের সকল ধরনের একাডেমিক কাজ অনলাইন এ এবং এবং নিরাপত্তা জনিত কাজ অটোমেটিক মেশিনে করা হবে । নির্দিষ্ট পরিমান টাকা ও রাখা যাবে আইডিকার্ডে ।
৪/ প্রথম বর্ষের ভর্তির যাবতীয় কাজ অনলাইনে সম্পাদন করা হবে ।
৫/ প্রত্যেক বিভাগের সেমিনার লাইব্রেরী অনলাইন ভার্সন থাকবে ।
আজ এই পর্যন্তই । পরেরবার আরো বিস্তারিত আলোচনা করা হবে ।
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৯
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: প্রতিটি ইনফরমেশন হালনাগাদ/আপডেট থাকে আর মেইলের রেসপন্স যেন মেইলপ্রদানকারী পায় সেটাও নিশ্চিত করতে হবে। ভাল উদ্যেগ।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৭
মোঃ তানজীম বলেছেন: প্রতিটি ইনফরমেশন হালনাগাদ/আপডেট থাকে আর মেইলের রেসপন্স যেন মেইলপ্রদানকারী পায় সেটাও নিশ্চিত করতে হবে।।।। শরীফ মাহমুদ ভূঁইয়া ভাই , বিশ্ববিদ্যালয়টির কোন কর্ণধর যেন আপনার মন্তব্যটি দেখে ।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
মদন বলেছেন: ++++++++++
৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৩
কলমের কালি শেষ বলেছেন: শুনে ভালো লাগলো । শুভ কামনা রইলো ।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৩
তাশমিন নূর বলেছেন: প্রত্যেক বিভাগের সেমিনার লাইব্রেরীর অনলাইন ভার্সন থাকবে! বেশ ভালো উদ্যোগ। শেয়ার করার জন্য ধন্যবাদ।