![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ ভালো জিনিসের চাইতে খারাপ জিনিস বেশি পড়ে। তাই আমার ব্লগে আপনি এসেছেন।
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপরও শান্তি বর্ষিত হোক)
রম্যের নামে ভাঁড়ামি থেকে শুরু করে সিরিয়াস পোস্ট সব পোষ্টের শুরুতে উপরের লেখাগুলো লিখলে একটা হালাল ব্লগিং এর অনুভুতি হয়।হালাল খাবার খাবো আর হালাল ব্লগিং করবো না তা তো হয় না। তাই এই শিক্ষা গ্রহন করেছি।
কিছুদিন আগে ফ্লোরিডা গিয়েছিলাম। ভার্জিনিয়ার চাইতে ফ্লোরিডা অনেক বেশি উচ্ছল। প্রাণবন্ত সি বীচ, তারুন্যের কোলাহল ইত্যাদি আমার মত পৌঢ়কেও কিছু সময়ের জন্য আচ্ছন্ন করে ফেলছিলো। সেখানের একটি অনুষ্ঠান শেষে আমার হ্যান্ডেলার গোল্ডেন কোরাল নামের রেস্টুরেন্টে খেতে নিয়ে গিয়েছিলো।
খেতে খেতে ব্লগ পড়ছিলাম। হঠাৎ একটা পোস্ট দেখে ভাবলাম, আমিও বাফেট খাওয়ার উপর একটা রিভিউ পোস্ট লিখি। যদিও আমি তেমন একটা খাবার প্রেমিক না, সামান্য খাবার হলেই চলে। তাও মাখন আর রসুনে ভাজা সামুদ্রিক মাছের স্বাদ আর গন্ধে আমাকে পাগল করে দিচ্ছিলো। তাই কিছু খাবারের ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আর বেশি লিখে আপনাদের ধৈর্য্য নষ্ট করব না। খাবারের ছবি দেখে তৃপ্তি লাভ করুন।
জেসিকা হার্টেল, আমার ছোট বোনের মত। দারুন গুনী মেয়ে।
এটা আরেক ছোট বোনের হাতের রান্নার মত। দারুন সব ডিস সে বানাতে পারে।
ছাগু এবং কাঠমোল্লারা আমার পোষ্টে কমেন্ট করবেন না। আমার পোস্টে আমি যা খুশি ছবি দিবো। এই ব্যাপারে যে প্রশ্ন করলেই তাদেরকে আমি কাঠমোল্লা আর ছাগু মনে করি।
১২ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫৩
পাঠক০০৭ বলেছেন: খুবই টেস্টি।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১৯
মিরোরডডল বলেছেন:
হা হা হা……
স্যাটায়ার পোস্ট দুর্দান্ত হয়েছে
১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৩
পাঠক০০৭ বলেছেন: থ্যাংক্স! পোস্ট দিয়েই ঘুমাতে গিয়েছিলাম।
কোন ফায়দা হবে কি?
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৪০
ঢাবিয়ান বলেছেন: হাসতে হাসতে পেট ব্যথা করতেসে
আপনার বইনদের কেউ কিছু কইলে কি শাস্তি দিবেন , তা কইলেন না?
১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৪
পাঠক০০৭ বলেছেন: যারা আমার বোনদের কিছু বলবে তারা হিংসুক, মাল্টি, ছাইয়া আরো হাবিজাবি সব কিছু।
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৯
সাসুম বলেছেন: হাহাহাহাআহ!
দিজ ইজ সাম নেক্সট লেভেল শিট!
রম্যের নামে ভাঁড়ামি থেকে শুরু করে সিরিয়াস পোস্ট সব পোষ্টের শুরুতে উপরের লেখাগুলো লিখলে একটা হালাল ব্লগিং এর অনুভুতি হয় সহমদ্ভাই । আশা করি আমিও নেক্সট সকল কমেন্ট করার আগে এটা কপি করে নেব লেখার শুরুতে, তাহলে হালাল একটা ফ্লেভার আসবে আমার কমেন্টে। একটা শান্তির ফোয়ারা বইয়ে যাওয়ার মত অবস্থা তৈরি হতে পারে।
জাজাকাল্লা খায়রান
১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৫
পাঠক০০৭ বলেছেন: কথা ঠিক না বেঠিক? চিল্লাইয়া বলেন।
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৩
মিরোরডডল বলেছেন:
সাসুম বলেছেন:
একটা শান্তির ফোয়ারা বইয়ে যাওয়ার মত অবস্থা তৈরি হতে পারে।
১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৬
পাঠক০০৭ বলেছেন: বেশি হাসবেন না মিরর, পরে আবার ধর্ম অবমাননার দোষে ফেসে যাবেন।
৬| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০০
কামাল৮০ বলেছেন: খাবার তো খাবারই।তার আবার———কি।দেখতে হবে পুষ্টিগুন আছে কিনা।
১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৭
পাঠক০০৭ বলেছেন: দুনিয়ার সব কিছু আপনি বুঝে নাকি উল্টাইয়া ফেলেন। এখন এই পোস্ট থেকে কি বুঝলেন সেইটা কইতে না পারলে কপালে খারাপি আছে।
৭| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০১
কালো যাদুকর বলেছেন:
ভাইয়া,
এখানে আমিও খেতে পছন্দ করি। তবে এই আপুদের সাথে কখনোই দেখা হয়নি। সত্যি বলছি।
১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৮
পাঠক০০৭ বলেছেন: আমাদের স্বাভাবিক মানুষদের সাথে এদের দেখা না হওয়াই স্বাভাবিক।
তবে, এই রেস্টুরেন্টের খাওয়া ভালো। আমার কাছে ডিনারের চাইতে লাঞ্চের আইটেম বেশি ভালো লেগেছে। দামও আহামরি না।
৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইয়া মাবুদ! আমি কুন জগদে এলুম! খালি খাদ্য আর খাবারে ভরপুর পুস্ট
১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪৭
পাঠক০০৭ বলেছেন: সবার সুবিধার জন্যই তো দারুন সব ছবি দিলাম।
৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩২
অঙ্গনা বলেছেন: মাঝে মাঝে আমার হিংসে হয় আপনাদের লেভেলের জিনিয়াস দেখলে।
অনেক হাসলাম এই মধ্য রাতে। রাস্তার সব কুকুর জেগে গেছে শব্দে।
১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪৮
পাঠক০০৭ বলেছেন: আমার যদি ভুল না হয়, আপনিও তো কম হিংসার যোগ্য নন
১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:০১
অঙ্গনা বলেছেন: না জিনিয়াসদের কি ভুল হতে পারে ?
তাও আবার আমার চোখে জিনিয়াস যারা।
তবে কথা হচ্ছে আমি আপনাদের চেয়ে একটু কম হিংসার যোগ্য
পায়ের ধূলি দেন গো গোঁসাই আপনাদের ইজ্জত যেন রাখতে পারি।
১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একই অঙ্গে শত রুপ!
১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৬
কামাল৮০ বলেছেন: আমি এটুকু বুঝেছি যে।ধর্মের নাম করে যা করাহয় তা সবই ঠিক না।কেউ কেই সেটাই প্রতিষ্ঠা করতে চায়।প্রত্যেকেই তার দৃষ্টি কোন থেকে বুঝে।আপনি এক রকম বুঝেন আমি হয়তো অন্য রকম বুঝি।
দুনিয়ার সব কিছু বুঝি এটা আপনাকে বল্ল কে।এটা পৃথীবির কোন মানুষের পক্ষে বুঝা সম্ভব।এক মাত্র নবীরা সব বুঝে।
১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৯
শাহ আজিজ বলেছেন: খাবার দেখে খুব লোভী হয়ে উঠেছি , উ ম ম ম ম ম ।
১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১৮
নীল আকাশ বলেছেন: স্যাটায়ার পোস্ট হিসেবে ঠিক আছে। সব জায়গায় সবকিছু মানায় না।
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: খুব সুস্বাদু মনে হচ্ছে।