![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেব্রুয়ারী মাসে যতবার ব্লগে লগইন করেছি, বাংলা ভাষায় টুইট করার মাধ্যমে মাতৃভাষা দিবস পালনের উদাত্ব আহ্বান দেখলাম। এমনিতেও এই ব্লগ বাংলার চেতনাধারী ব্লগ বলেই জানতাম। গত কয়দিন ধরে লগইন করেই ভারতীয় অভিনেত্রীর উজ্জ্বল চেহারা দেখছি- মিসকল দিয়ে তার সাথে দেখা করার উদাত্ব আহ্বান। ক্যাপিটালিজম আর ফ্রি মার্কেট ইকনোমির যুগে এটা খুবই স্বাভাবিক। চেতনা-আদর্শ বলে ক্যাপিটালিজম এর দুনিয়ায় কিছু নেই। চেতনা ও আদর্শের কথা বলে ক্যাপিটালিস্টরা ব্যবসাই করে। এর জলজ্যান্ত প্রমাণ আমাদের মোবাইল ফোন কোম্পানীগুলো। মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ ছাড়,পথ শিশুদের ঈদের জামা দিয়ে চলমান বলবোর্ড এর ব্যবস্থা করে ফেলা- এসবই আমাদের চেতনা ও আদর্শকে পুঁজি করে ব্যবসা।
দুঃখজনক ব্যাপার হচ্ছে বিদেশী কোম্পানীগুলোকে আমাদের নিজেদের লোকই সাহায্য করেন ওই কাজে।
(বিঃ দ্রঃ কেউ যদি দিপিকা'র ঢাকা আসার সাথে বাঙ্গালি চেতনার কোন সম্পর্ক খুঁজে না পান, তাহলে এই ছোট্ট বেয়াদবির জন্য তার কাছে ক্ষমাপ্রার্থী।)
২| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৪৩
শাহ আজিজ বলেছেন: এটি একটি বিজ্ঞাপন এবং এতে মন্দ কিছু খুজে পাচ্ছিনা। ব্লগ কেও তোঁ বিপুল অংকের টাকা খরচ করে চলতে হয়। একটি দুটি বিখ্যাত কোম্পানির বিজ্ঞাপন পেলে তাদের পুসিয়ে যায়। দিপিকা প্রতিষ্ঠিত অভিনেত্রী এবং তার অনেক ভক্ত এদেশে আছে। তাকে দিয়ে অনুষ্ঠান করলে চেতনায় আঘাত লাগবে কেন? রুনা তার যৌবনে ভারত গেলে লক্ষ জনতা তার গান শুনত তাতে ভারতের চেতনা কি নষ্ট হয়ে গেছে? নিজের বিশ্বাসে অটল থাকলে দিপিকায় কিছু আসবে যাবেনা। নেত্রীদের হেফাজতনামায় কি চেতনা বেড়ে যায় ?
৩| ১৪ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৫
ফেরদৌস আহমেদ বলেছেন: ভাই, লেখার শেষে তো আপনার কাছে মাফ চেয়েই নিয়েছি।
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৫ সকাল ৮:০৮
জহিরুল লাইভ বলেছেন: ভাই, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যাকে আমরা প্রাণের চেয়ে ভালবাসি, তাকে তো ভারতের গোলাম করে রেখেছি, আমাদের সকল কিছুতে ভারতের ছোঁয়া, আমি তো মনে করি ব্রিটেন এর মত আবার আমরা শোষিত হব ভারতের কাছে, কারণ আমাদের অনেকেই ভারতকে/ পাকিস্থান কে বেশি ভালবাসে বলে মনে হয়। তা না হলে ইউনিলিভার এর পণ্য থেকে বাংলাদেশী পণ্য ভাল হলে ও আমরা অনেকেই তা ব্যবহার থেকে বিরত থাকি। ধন্যবাদ।