নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

always thinks something different

ভালো লাগে ব্লগ, ভালো লাগে ব্লগের লেখা, ভালো লাগেরে সবি ।

জাহীদ

সহজ সরল

জাহীদ › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা মানে ...........

১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪৩

ভালোবাসা নিয়ে অনেক প্যাচাল হলেও এখন পর্যন্ত এর কোন সার্বজনীন অর্থ ও সংগা কেউ দিতে পারেনি। এর উপরই লিখছি বলে ভাববেননা, আমি জানি। তবে আপনাদের কারো এর সঠিক অর্থ ও সংগা জানা থাকলে please, please অবশ্যই আমাকে জানাবেন। কাঙালের অনুরোধ রাখতে হয়।



আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি বলে ভাববেন না, আমি আবার মটেও জানি না। যতটুকু জানি আপনাদের সাথে share করছি। আবারও বলে নিচ্ছি খুব বেশি জানিনা।



ভালোবাসা মানে ???????



--------- ভালো যে বাসা (নিরাপদ বাসস্থান), সাথে পয়সাওলা জামাই ।

--------- ছেলের পকেটের টাকা ভেঙ্গে খাওয়া।

--------- ভালো অনুভুতি নিয়ে সময় অপচয় করা।

--------- বাদাম ব্যবসায়ীদের উপকার করা।

--------- জন্মদাতা পিতা-মাতাকে কষ্ট দেয়া।



আপনারা কেউ আমার দেয়া ভালোবাসার মনগরা অর্থে কষ্ট পাবেন না।ভালোবাসা সম্পর্কে এগুলো একান্তই আমার নিজের অনুভুতি। আমি আজ পর্যন্ত আমার নিজ চোখে কোন ভালোবাসাকে সফলতায় পর্যবসিত হতে দেখিনি। তবে এর মানে এই নয় যে ভালোবাসা সর্বকালের জন্য ব্যার্থতায় পর্যবসিত ছিলো। আমরা লাইলি-মজনু, শিরি-ফরহাদ, শাহ্‌জাহান-মমতাজ, ইউসুফ-জুলেখার কথা বলতে পারি।যাদের ভালোবাসায় কোন খাদ ছিলো না বলে সফলতায় পর্যবসিত হয়েছিলো। এগুলো নিজ চোখে দেখা না, শোনা কথা।



কিন্তু সময়ের বিবর্তনে ভালোবাসাও যে আজ changed to digital love. হ্যাঁ সত্যি!!!!! আজ কাল না, মোবাইলে কথা বলেই, একজন আরেকজনকে না দেখেই, শুধু কন্ঠ শুনেই, সারা রাত্র জেগে, FNF Number-এ ভালোবাসা প্রকাশ করে।

আহা হা কওওওওওওওওত্ত Pure love, isn't it ????? একটি প্রমাণ দেই -------

যখনি FNF Number-এ call rate 25 পয়সা থেকে 52 পয়সা করা হল, তখনি ফোনে কথা বলা কমে গেলো। আপনি বা আপনারা যারা মোবাইলে প্রেম করেন, তারাই লক্ষ্য করে থাকবেন।

কী ঠিক বলি নাই ??????????



হ্যাঁ। আবার জিগস। নিজেই অনুভব করছি।



ভালোবাসার সংগা ???????

জ্যামিতিক সংগা,

-------- যখন একটি মন রেখা আরেকটি মন রেখাকে পরস্পর স্পর্শ করে, তখনি তাকে ভালোবাসা বলে। :D:D:D:D

মানষিক সংগা,

-------- একটি মন আরেকটি মনের জন্য দুর্বল হলে দুর্বলতার সুজোগ নিয়ে আরেকজনের পকেট ভাংগাকে ভালোবাসা বলে।

-------- Love is a virus. It is the entrepreneur of ur life, scans ur pocket, transfers ur money, edits ur mind, downloads all of her prbs, delete ur smile, hang u

forever to her.

( উপরের ইংরেজী সংগাটি আমারি বন্ধু, ঢাকা ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে অধ্যয়নরত, জিয়াউল হক পাভেল এর তিন বছরের বাস্তব অভিগ্গতা থেকে নেয়া।)



কী বিশ্বাস হচ্ছে না। যদি তা নাই হবে তবে, একটি মেয়ে আরেকটি ছেলেকে কেনইবা কথায় কথায় i'top up, Flexiload, Ezzy load, Tele charge করতে বলবে, আর কেনইবা এগুলো না করলে কথা বলা বন্ধ হবে।

তাহলে ভালোবাসা কি মানুষের মনের জন্যে, না তার অর্থের প্রতি। আমার তো দ্বিতীয়টি মনে হয়। আপনার ????



ভালোবাসার অর্থ ও সংগা তো এমন হওয়ার কথা ছিলো না!!!! ভালোবাসা হচ্ছে একটি সার্বজনীন বিষয়। ছেলে মা-বাবাকে, মা-বাবা ছেলেকে, ভাই বোনকে, বোন ভাইকে, বন্ধু বন্ধুকে, প্রেমিক প্রেমিকাকে, প্রেমিকা প্রেমিককে ভালোবাসতে পারে। সর্বপরি মানুষ মানুষকে ভালো বাসতে পারে। কিন্তু আজকাল এটা এতয় সংকীর্ন হয়ে গিয়েছে যে, যদি কেউ বলে, আমি একজনকে ভালোবাসি, তাহলে সবাই ধরে নেয় ছেলে হলে কোন মেয়েকে, মেয়ে হলে কোন ছেলেকে ভালোবাসে।



ভালোবাসার মতো এরকম অনেক জিনিস নিয়ে ভুলে ও ভেজালে ভরা মন নিয়ে বয়ে চলেছে আমাদের জীবন তরী। এর জন্য কী সমাজ দায়ী ??? না !!! আমরা নিজেরাই দায়ী। নিজে বদলালে সমাজ এমনিই বদলে যাবে। প্রথম আলোর মতো বলতে হয় ------



>>আগে নিজেকে বদলাতে হবে<<



পরিশেষে, ভালোবাসার একটি ইংরেজী সংগা দিচ্ছি যা ভালোবাসা বলতে সত্যিই কী বোঝায়, সে সম্পর্কে আমাদের সঠিক ধারণা দিবে আশা করছি -------



****Love rules without a sword, binds without a chord.******



অর্থাৎ- ভালোবাসা এমন একটি জিনিস, যা তরবারী ছারা শাষণ করে, দড়ি ছারা বন্ধন সৃষ্টি করে।



কিন্তু বর্তমানে এই দড়ি অর্থাৎ টাকা ছারা সম্পর্ক সৃষ্টিই হয় না।





আমার এই ধরনের মন্তব্যে কেউ কষ্ট পেলে আমার দুঃখ পাওয়া ছারা কিছুই করার নেই।so, don't be hurt, don't hurt me.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.