![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক ফোঁটা জল চেয়েছি ঠোঁটে,
তুমি দিয়েছ বৃষ্টি ভঁরা আকাশ,
স্বপ্ন চেয়েছি আমি চোখে আমার,
তুমি দিয়েছ রংধনুর দেশ।
বলেছি তোমায়-‘এই কি ভালবাসা’?
হাত জড়ানো বুকে বলা তোমার-
‘ভালবাসা,সে তো মনের মনে,
খুঁজে নাও-খুঁজে দেখ তোমার হ্রদয়ের চোখে’।
ভালবাসা দিয়েছ তুমি ঠোঁটে,
আনন্দ দিয়েছ শরীরে আমার,
আলো দিয়েছ আকাশে তুমি,
স্বপ্ন দিয়েছ আমার পৃথিবীতে।
একটুকু হাসি আমি চেয়েছি ঠোঁটে,
তুমি দিয়েছ রোদ্দুর ভঁরা দুপুর,
তুমি যে ইন্দ্রানী আমার,
তুমি যে আমার মেঘের মেয়ে
২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:৪১
ইল্লু বলেছেন: ধন্যবাদ
২| ২৪ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০০
রানার ব্লগ বলেছেন: আনন্দ দিয়েছো শরিরে আমার
কিছু মনে করবেন না এই লাইনটা একটু ঝালাই করে নিন, সরাসরি হয়ে যাচ্ছে , এটা ঠিক মাঝে মাঝে সরাসরি ডিম্যান্ড করে কিন্তু আপনার কবিতার ধরনে এটা অনেক বেশি সরাসরি হয়ে যাচ্ছে।
২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:৪৭
ইল্লু বলেছেন: জানি না হয়তো আপনিই ঠিক,তবে জীবনের সবকিছুকে পোষাকে জবুথবু করে আগানোর কি দরকার?
৩| ২৪ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১২
মোঃ কবির হোসেন বলেছেন: কবিতাটি অসাধারণ। মুগ্ধ হলাম।
২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:৪৩
ইল্লু বলেছেন: ধন্যবাদ-মাঝে মাঝে নিজেকে পুরোনো করতে কার না ভাল লাগে
৪| ২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:৪৫
ইল্লু বলেছেন: আপনার ভাললাগায় হয়তো একটা সরলতা আছে-অনেক মলিনতা সরিয়ে সুন্দরটা নিয়ে আসে
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা সুন্দর হয়েছে