নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইল্লু

ইল্লু › বিস্তারিত পোস্টঃ

রুবীনাদের কথা

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ২:২২

রুবীনা এসেছিল-
তা প্রায় বছর পাঁচ সাত হবে,
চোখ দুটোতে ছিল ভরা আকাশ-
শরীরে মুখে শহর ওঠেনি তখনও।

ছড়ানো বিনুনি-কপালে গালে ছিল স্বাধীনতার আভাস।
লিপস্টিকের জোরটাও হয়নি তেমন সোচ্চার।
মুখ বাড়িয়ে কোন কিছু কি বলা হবে ঠিক-
প্রশ্নটা ছিল তার মুখের চোখে।

বছরে, দিনে, রুবীনার বদল ছিল অনেক-
ধোয়ার গাড়ী,
সাজানো বিজলী বাতি-
এসেছে তার চোখে মুখে।

দুপুরের ভরা বাতাস-শরীরে মনে,
ছাদে সাজানো শাড়ীর সুরে-স্বপ্ন সাজায় রুবীনা।
‘মা কি সাজাল নতুন পিঠার সাজ,
পাশের গায়ের রমজান -আছে কি এখনও তেমন?’

বেলা বয়ে যায় প্রতিদিন-
সকালে সাঁঝে,
এ শহর আর রুবীনার
কতই বা আপন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩৭

খায়রুল আহসান বলেছেন: "চোখ দুটোতে ছিল ভরা আকাশ" - শহরের কালো ধোঁয়ায় সে আকাশটা অচিরেই কালিমালিপ্ত হয়ে যায়!

৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ১:১৪

ইল্লু বলেছেন: আপনার কথাটা একেবারেই ঠিক-আমরা গ্রাম ভেঙ্গে শহর আনি,আবার সেই শহরে পুরোনো হয়ে গ্রাম খুঁজি
ধন্যবাদ

২| ২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৭

রাজীব নুর বলেছেন: চমৎকার।

৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৪২

ইল্লু বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.