নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইল্লু

ইল্লু › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা-আমি আর ইন্দ্রাণী

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৬

ইন্দ্রাণী তুমি যতই যাই বল,
ভালবাসা সে তো শরীর খেলার ডাক,
স্তনের স্বাধীনতার গল্প,
চুমুর স্বাদে আকাশ ছোঁয়ার গান,
সৃষ্টির আনন্দের জঙ্খা,
আর যা কিছু-সেটা ক্যানভাসে এলোমেলো আঁচড়।

‘হয়তো,
জানি ক্যানভাসে আসে শরীর কথা,
আছে স্তন,নিতম্বের মাংসের ডাক,
তবু-তুমিই বল,
হ্রদয় কোথায় ঐ ক্যানভাসের ছবিতে?

আমাকে যখন মনে পড়ে,তোমার,
শুধু কি মনে আসে স্তন সুরের অটল ছোঁয়া,
শরীর দোলার গল্পকথা,
নাকি ঘাম শরীরের সন্ধ্যাটা?

মনে কি পড়ে না হাত ধরা হাতের বৃষ্টির ফোঁটা,
রবীন্দ্রসদনে অযথার হাসি,
রোদ বিকেলে বাদাম ভাজার গল্প।

পড়ে না মনে,বসন্ত মেলার শাড়ীর দোলা,
হঠাৎ বৃষ্টির শাড়ির আঁচল,
অযথা কথার বিকেল দুপুর,
একটু ছোয়ার,একটু হাঁটার স্বপ্নের দেশ।

মাংসের গন্ধ,সে তো পাবে-শরীরে শরীরে,
সে কি আর ইন্দ্রাণী?
ইন্দ্রাণী একটা স্বপ্নের আকাশ,
ভালবাসার স্বর্গীয় স্বাদ,
স্বপ্ন মেলানো দুঃখ সুখ,
অনুভুতির অজানা পথ’।


ইন্দ্রাণী তোমাকে যখন মনে পড়ে,
ভেসে আসে,শরীর খেলার প্রথম দুপুর,
গল্পকথা ছাড়া আদিম সুরের স্বাদ,
তোমার হাতের হাতে স্বর্গ খোঁজার আনন্দ।

ইন্দ্রাণী,
ক্যানভাসেও আছে হ্রদয় গান,
খুঁজে নিতে হয় শরীর আনন্দে,
কথা আছে,কবিতা আছে,আছে শরীর ভাষায়,
আঁধার জুড়ে,ভোরের ক্লান্তিতে,
আমি আছি,তুমি আছ,
নাই বা রইলো আর কিছু।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪

অধীতি বলেছেন: ওহ, কি অনিন্দ্য লিখেছেন।
হৃদয় খুঁজতে কে চায়? দু একজন যারা তারাও আটকা পড়ে কোমলতায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.