নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইল্লু

ইল্লু › বিস্তারিত পোস্টঃ

এক্কা দোক্কা

২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ২:২৬

ইন্দ্রানী বলতো,
‘জানিস,নীল আকাশ আর মাটির মেলায়,
নদী ছেড়ে ঐ যে মাঠটা,
পৃথিবীর শেষ তো সেখানেই।
যাবি একবার,বড্ড ইচ্ছে আমার দেখার,
জানতে ইচ্ছে করে,আছে কিছু কি ঐ জগত ছেড়ে?

হেঁটে গেলে দেখবি,শেষ হবে নদীটাও,
হেঁটেই যাব না হয় ওপারে,
ছুটে যাব চিলদের পেছন পেছন
শুনেছি,চিলেরা তো উড়ে যায় ও দেশে।

আছে লাল গোলাপে নীল পদ্মের ছোঁয়া,
শোনা যাবে পাখীর গানের কথা,
বিজয়ার দেবী ভেসে যায় ওখানেই,
দেবতাদের বাড়ী ঘরও আছে সব।

দাদু বলে,আছ চকলেট বানানো বাড়ী,
আছে আমবাগান,মিষ্টি জলের পুকুর,
ওটা নাকি মন চাওয়ার দেশ,
চাওয়া ফুরোবে না কখনও পাওয়ায়’।

দেখা হয়নি আর,
ইন্দ্রানীরা হঠাৎ চলে গেল,
হয়ে গেল ভাগাভাগির আরেক গল্প,
আমিও খুঁজিনি আর আকাশের ঐ দেশটা।

কি লাভ ভেঙ্গে ঘুমের খেলা,
থাক না আমার খেলাবেলা,
কোন এক খেলায়।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০২৩ ভোর ৪:৫২

কামাল১৮ বলেছেন: যা কিছু আছে এই জগতেই।এরপরে আর কিছুই নেই।
৪৭ এর দেশ ভাগ অনেকের হৃদয় ভেঙ্গেছে,গেঙ্গেছে অনেক পরিবার।৭১ এর চেষ্টাও বৃথা গেছে,বিভাজন আরো বেড়েছে।

৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ১:০০

ইল্লু বলেছেন: নবকুমারের মত আমরা সবাই 'পথ হারাই' একসময়,কপালকুন্ডলা হাতে ধরে নিয়ে গেলেও,ফিরে যাই আপনাতে

২| ২৬ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:৪৯

বিজন রয় বলেছেন: কবিতাটি অনেক ভাল লাগল। অনেক কিছু বলতে ইচ্ছে করছিল। ভাল লাগার কথা।
কিন্তু সময় কম।

সুন্দর!
এরকম কবিতা চাই অনেক।

৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৫৫

ইল্লু বলেছেন: ধন্যবাদ-মাঝে মাঝে পুরোনোকে টানাটানি করে হতবাক হয়ে যাই,তবে আবার ভেসে যাই চলনের স্রোতে

৩| ২৬ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৫

শায়মা বলেছেন: অনেক সুন্দর কবিতা ইল্লু ভাইয়ু। :)

৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৫৮

ইল্লু বলেছেন: আমার কথাগুলো শুধু কথা হয়ে থাকেনি-কিছু তো নাড়া দিল আপনাকে,ধন্যবাদ

৪| ২৬ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৫৬

ইল্লু বলেছেন: আমরা সবাই কেন জানি ধীরে ধীরে গল্প হয়ে যাচ্ছি-ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.