নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইল্লু

ইল্লু › বিস্তারিত পোস্টঃ

নীলকন্ঠের প্রলাপ

১৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৫৮

হঠাৎ করেই বললো নীলা,
‘জানি না,ভুল কি না,
হয়তো না দেখা আকাশ সুর
হয়তো অজানা আনন্দ খোঁজ,
কেন জানি ভেসে গেলাম আমি,
অজান্তে্র শরীর খেলায়।

যুদ্ধ যে ছিল না মনে,তা নয়,
ছিল অজানা আনন্দ বোধ,
ও যেন অচেনা এক আমি,
ভালবাসা ছিল না যদিও,কোথাও।

একগাদা দ্বন্দ এখন,
আছে অচেনা কান্নার ছোয়াচ,
আছে ফুলের পাপড়িতে ছড়ানো শুধুই রক্তের স্বাদ।

ক্ষমা চাইছি না,চাই না লুকোতে কিছু,
ভাবিনি আগে,তোমার মনের কথা,
বলতে চাই তবুও তোমাকে,
এ তোমার ভালবাসার অধিকার।

বিচার কর,আমাকে না হয়,
তবে এ টুকুও রাখলে না হয় মনে,
আমি ও তো মানুষ,
ভাল মন্দের মুখ আরেক’।

সেই শেষ দেখা নীলার,
শেষ সংসার কথা
হয়নি বলা কান্না চোখের মুখটায়,
‘তুমি ভালবাস আমাকে,
ভালবাসায় আমরা যে এক’।

অবাক যে হইনি তা নয়,
ভেসে যাইনি দুঃখ স্রোতে,
নীলা অসহায় কাঠগড়ায় ,
আর বিচারক-আমি তার।

মেনে নেয় নি আমি,
পারিনি মেনে নিতে-শরীর ছোঁয়ার আরেকজন,
ভোলা কি যায়,
ভালবাসা,সে তো আকাশ অনাবিলতার।


ভুলে গেলাম,আমার নিজের কথা,
আমার শরীর খেলার কথা গল্প,
আছে অধিকার আমার নতুন হওয়ার,
আমি তো পুরুষ এক।

পারিনি আমি মানুষ হতে,
ভগবান তখন আমি আবার,
আছে নীলা কোথাও আজ-সংসার গল্পের আরেকজন,
খোঁজেনি,আর হয়তো,ভালবাসার আকাশ,
হয়তো জানে নীলা ভালবাসাও আছে হিসেব।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অবৈধ কোনো কিছুই ভালো নয়
তাতে কোনো কল্যাণ নেই

২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:০৮

ইল্লু বলেছেন: কথাটা ঠিক,তবে পুরুষের পা ফস্কে পড়ে যাওয়া মেয়েরা বেশীর ভাগ সময় মেনে নেয়,সমাজ ব্যাবস্থা,অর্থনৈতিক কারণ যেটাই হোক।তবে পুরুষেরা মেয়েদের ক্ষেত্রে দেবতা হয়ে যায়।ধন্যবাদ

২| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:০৪

ইল্লু বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.