![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*
/
*
/
*
/
*
/
শেখ মুজিব ১৯৭৪ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি পাকিস্তানের লাহোরে গিয়েছিলেন ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) সম্মেলনে যোগ দিতে। লাহোর বিমানবন্দরে তার সঙ্গে আলিঙ্গন করেন ভুট্টো। তাকে জানানো হয় সামরিক অভিবাদন। একাত্তরে গণহত্যার নেতৃত্বদানকারী নরপিশাচ জেনারেল টিক্কা খান শেখ মুজিবকে স্যালুট করেন। টিক্কা খানের স্যালুট নিয়ে মুজিব তার সঙ্গে করমর্দন করেন। ওআইসি সম্মেলন শুরুর দিন সম্মেলন মঞ্চে শেখ মুজিব ভুট্টোর গালে প্রকাশ্যে চুমু খান।
শেখ হাসিনার স্বামী মরহুম বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া তার ‘বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ’ শীর্ষক বইয়ে লিখেছেন, বঙ্গবন্ধু ওআইসি শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করুন, বেগম মুজিব চাননি। আওয়ামী লীগ নেতা তাজউদ্দীন আহমদও ওই সময় বঙ্গবন্ধুর পাকিস্তানের লাহোরে যাওয়ার বিরোধিতা করেছিলেন। ভারতও বিষয়টি জানত না। কিন্তু তিনি লাহোরে ওআইসি শীর্ষ সম্মেলনে যোগদানে সিদ্ধান্ত নেন। আলজেরিয়ার প্রেসিডেন্ট হুয়ারি বুমেদিন বিশেষ বিমান পাঠান শেখ মুজিবকে ঢাকা থেকে লাহোরে নেয়ার জন্য। ওই বিমানেই তিনি লাহোরে যান। ১৯৭৪ সালের ২৩ ফেব্রুয়ারি লাহোর বিমানবন্দরে বাংলাদেশে গণহত্যার নেতৃত্বদানকারী জেনারেল টিক্কা খান তাকে স্যালুট করেন।
প্রখ্যাত রাজনীতিবিদ ও চিন্তক বদরুদ্দীন উমরের ‘বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক বই থেকে জানা যায়, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ১৯৭৪ সালে লাহোরে ওআইসি সম্মেলনে গিয়ে প্রকাশ্য মঞ্চে জুলফিকার আলী ভুট্টোর গালে চুমু খেয়ে নিজের পরম বন্ধু হিসেবে তাকে ঢাকায় আমন্ত্রণ করেছিলেন।
মাননীয় নেত্রীর মত আমিও বলি খালেদা জিয়ার পাকিস্তান যাওয়া উচিত। তবে যাওয়া আগে এ বিষয়ে অভিজ্ঞ কারও পরামর্শ নেওয়া উচিত। মৃত্যুর পরও স্বপ্ন দেখতে পারলে পরামর্শও নিশ্চয় দিতে পারবেন।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৬
আমি ভূমিপুত্র বলেছেন: পাপ্পু ভাই অনেকে দেখি আপনারে নি্যা চিন্তিত। মনে হয় তাদের বোন গছাইতে চায়
২| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৭
হইচই বলেছেন: কবি ও কাব্য বলেছেন: মিয়া ভাই রাইত বিরাইতে এসব পাংখা পোস্ট দিয়া যে ক্যান হাম্বালিগের ঘুম টা হারাম করেন
শালা হাম্বালিগেরা দেখি আমাদের জন্য এখন গরমে একটু লুঙ্গিও পইড়া ঘুমাইতে পারবো না
তুই এতো গাধা কেনরে পাপ্পু?এতো গাধা কেউ হয়?হতেই হবে শাি নিশা চান্দু ফালতু সিন্ডিকেটে যোগ দিলে এমন হবে।কত একটা হাবা পোলা এখন গরু হয়ে গেলি আবাল।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৪
আমি ভূমিপুত্র বলেছেন: পাপ্পু গাধা হলে আপনের সমস্যা কি? পাপ্পু আবিয়াইতা ঠিক তয় আম্বাদের ঘরে বিয়া করবে না। অন্য কাউরে খুজো
৩| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫১
রবি_জল বলেছেন: এদেশের ক্ষমতার জন্য শেখ মুজিব অনেক চেষ্টাই করেছিলেন শেষ-মেষ যুদ্ধের পর তিনি ক্ষমতা পেয়ে গেলে তখন আর পাকিস্তান বা পাকিস্তানিকে তিনি আর শত্রু ভাবেন নি।
কেন ভাববেন ? তিনি তো যুদ্ধের ময়দানই দেখেন নি।
তার মতে ক্ষমতা তার হাতে মানে- এখন দেশের শান্তি মনের আয়েশ !! কারো গালে চুমু দিলেই কি ! সুখে থাকলে মানুষ কত কিছুই না করে । বুঝতে হবে দাদা
৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০০
আমি ভূমিপুত্র বলেছেন: যুদ্ধের সময় এক পোয়াতি নেত্রী পাকি জীপে ঘুরতো, ছেলের জন্মের পর পাকি সৈন্যদের মিষ্টি খাওয়াইছে। ইশ! কি যেন নামটা?মনে পড়তেছে না
৪| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৯
শিপন মোল্লা বলেছেন: রবি_জল বলেছেন: এদেশের ক্ষমতার জন্য শেখ মুজিব অনেক চেষ্টাই করেছিলেন শেষ-মেষ যুদ্ধের পর তিনি ক্ষমতা পেয়ে গেলে তখন আর পাকিস্তান বা পাকিস্তানিকে তিনি আর শত্রু ভাবেন নি।
কেন ভাববেন ? তিনি তো যুদ্ধের ময়দানই দেখেন নি।
তার মতে ক্ষমতা তার হাতে মানে- এখন দেশের শান্তি মনের আয়েশ !! কারো গালে চুমু দিলেই কি ! সুখে থাকলে মানুষ কত কিছুই না করে । বুঝতে হবে দাদা
৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০৩
আমি ভূমিপুত্র বলেছেন: আবুশিথি প্লাস দিলেই চলতো মন্তব্য করার দরকার ছিলো না। ট্যাগবাজেরা চান্সে আছে কখন আপনারে ট্যাগ দিবে
৫| ৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০০
তথই বলেছেন:
৬| ৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০৪
অজানা এক আমি বলেছেন: + +
+
+
৭| ৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০৬
হইচই বলেছেন: লেখক বলেছেন: আবুশিথি প্লাস দিলেই চলতো মন্তব্য করার দরকার ছিলো না। ট্যাগবাজেরা চান্সে আছে কখন আপনারে ট্যাগ দিবে
চোরের মনে পুলিশ পুলিশ।
লেখক বলেছেন: পাপ্পু গাধা হলে আপনের সমস্যা কি? পাপ্পু আবিয়াইতা ঠিক তয় আম্বাদের ঘরে বিয়া করবে না। অন্য কাউরে খুজো
পাপ্পুরে আর চান্দুরে বিয়া দিমু :!> :!> :!>
৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৯
আমি ভূমিপুত্র বলেছেন: তোমর োন কয়টা? চেহারা সুরত কেমন? বিয়ার নাকি শুধু রাত কাটানোর উপযুক্ত? এইভাবে ব্লগে ব্লগে সম্মন্দ নিয়া ঘুরলে হবে না। নেত্রীর মত রাজাকার পরিবার দেখে চালান দাও
৮| ৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৩
ধ্রুব মহাকাল বলেছেন: ধুর মিয়া আপনে নিশ্চিত্ ছুপা ছাগু নইলে নিশ্চিত্ চিন্ডিকেট চদস্য !
এখনি আপনের নামে রিপোর্ট করতেছি
৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২২
আমি ভূমিপুত্র বলেছেন: ছুপাইলাম কই? খুল্লাম খুল্লা বলতেছি পাপ্পুর ছাগুলীগের গর্বিত সদস্য আমি
৯| ৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৯
ধ্রুব মহাকাল বলেছেন: @হইচই
আমার আদলের নদুটা দেখি দিকভ্রান্ত নামটা চেন্জ করে ফেলচে !আমার নদুটা কত্ত কিউটলে !উম্মাহ :-*:-*:-*
ঘেউ ঘেউ ঘেউ
নামটাতো চেন্জ করছো বাট কুত্তার ল্যান্জা ইজ ডিফিকাল্ট টু হাইড এন্ড ভেরী ডিফিকাল্ট টু মেক স্ট্রেইট ;-(
১০| ৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৩৬
ধ্রুব মহাকাল বলেছেন: আমি ভূমিপুত্র বলেছেন: ছুপাইলাম
কই? খুল্লাম
খুল্লা বলতেছি পাপ্পুর ছাগুলীগের
গর্বিত সদস্য আমি
।।
হা হা হা
জয় ছাগুলীগ
ঘেউ ঘেউ ঘেউ
৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৩৮
আমি ভূমিপুত্র বলেছেন:
১১| ৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৬:২৫
কবি ও কাব্য বলেছেন: লেখক বলেছেন: পাপ্পু ভাই অনেকে দেখি আপনারে নি্যা চিন্তিত। মনে হয় তাদের বোন গছাইতে চায়
ভাই ঠিক কইছেন , ওরা আমারে নিয়া এতো বেশী চিন্তিত এবং আমি যেখানেই যাই সেখানেই গিয়া আমারে দুলাভাই, আব্বা কইতে কইতে অস্থির কিন্তু বুঝে না যে কোন কালা টয়লেট ক্লিনারের কালিয়া নামক বোনরে আমি এক
মিনিটের জন্যও বিয়া করুম না
১২| ৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৩৭
রাফা বলেছেন: ছাগু পরবর্তি যুগের দায়িত্ব নির্দিদ্বায় আপনাদের উপর অর্পন করা যায়।কারন দু'জন এখন দু'জনার।চালিয়ে যান ,কোন একটা পদ নিশ্চিত।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৯
আমি ভূমিপুত্র বলেছেন: পোস্টে মাত্র তিন লাইনে আমার বক্তব্য দিছি। বাকিটা ইতিহাসের নির্মম সত্য
১৩| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১৩
জেনারেশন সুপারস্টার বলেছেন: আপনাদের এমন কাজকর্ম দুঃখজনক।এর মানেই হল আপনারা জাতির জনককে সম্মান করেন না।একটা সদ্য জন্ম নেওয়া যুদ্ধবিদ্ধস্ত দেশের ব্যাপারে কথা বলা আর ৪২ বছর বয়সী একটা দেশের মাঝে আকাশ-পাতাল পার্থক্য।অতিরিক্ত আওয়ামীবিরোধীতা আর মুজিববিরোধীতা দেখিয়ে দেশবিরোধী কাজ করা থেকে এখন থেকেই বিরত হউন।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৬
আমি ভূমিপুত্র বলেছেন: কোন শিবসেনার মন্তব্য চাই না
১৪| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৩
আলুমিয়া বলেছেন: নিজের স্বরুপ প্রকাশ করেছেন ঠিক জাতীয়তাবাদীদের মত। মিথ্যা দিয়ে শুরু হেডিং।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৭
আমি ভূমিপুত্র বলেছেন: ভুলাটা কি?
১৫| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৪
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: লেখক বলেছেন: যুদ্ধের সময় এক পোয়াতি নেত্রী পাকি জীপে ঘুরতো, ছেলের জন্মের পর পাকি সৈন্যদের মিষ্টি খাওয়াইছে। ইশ! কি যেন নামটা?মনে পড়তেছে না
ভাই হাসু বুবুর কথা কৈলেন মনে লয়
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৮
আমি ভূমিপুত্র বলেছেন: আপনি বদলোক
১৬| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৯
বাংলাদেশী দালাল বলেছেন: মুজিব আমার অহংকার জিয়া আমার আদর্শ।
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:২১
আমি ভূমিপুত্র বলেছেন: জয় রুমি স্কোয়াড
প্রতিবাদ এমনই হয়। সরকারি টাকায় বিরিয়ানি খাওয়া পুলাপান রুমি স্কোয়াড থেকে শিক্ষা নিক।
১৭| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০০
বিডি আইডল বলেছেন: এটা অবশ্য বঙ্গবন্ধুর স্বপ্নের মধ্যে পড়ে না
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৪
আমি ভূমিপুত্র বলেছেন: নিজের সুবিধায় সবই উনার স্বপ্নের মাঝে পড়ে
১৮| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৫
নেক্সাস বলেছেন: ডালমে কুচ কালা হ্যায়
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৭
আমি ভূমিপুত্র বলেছেন: নির্লজ্জ ভাবে ভারতীয় দালালীর পরও বিএনপি নেত্রী কখনও উনাকে বলেন নাই আপনি ভারত চলে যান। কিন্তু উনি ঠিকই বলেছেন। বিএনপি নেত্রীর পাকি দালালীর একটা উদাহরনও কি কেউ দিতে পারবে?
১৯| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৮
গ্রামের মানুষ বলেছেন:
হাম্বু মামাদের নরম নরম করুণ করুণ সুর দেইখ্যা খালি হাসির উপরেই আছি........
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৭
আমি ভূমিপুত্র বলেছেন: আমিও হাসতেছি
২০| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৫
স্বাধীন শোয়েব বলেছেন: ভারতও বিষয়টি জানত না।
ভারত কি উনার বাপ লাগে না ভাই লাগে?
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৯
আমি ভূমিপুত্র বলেছেন: ওয়াজেদ মি্যা একটা সময় ভারতে ছিলেন। তার ভারত প্রেম থাকতেও পারে
২১| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মুজিবকে অপমান করা মানে জানেন? বাংলাদেশ ও বাংলাদেশীদের অপমান করা। আর এই কাজটি ছাগুরা করে বেশ প্রশান্তি পায়। আপনি তো ওদের কেউ নন, আপনি জিয়ার সমর্থক। সেই দলকানা নীতি থেকে যখন পূর্ব-পশ্চিম এর লড়াই চলছিল না, সেই সব ফটো নিয়ে খুব পিঠ চাপ্রানি পাইলেন কিছু বিনএনপির দলকানার।
আমিও কিন্তু জিয়ার নামে অনেক কিছু পোস্ট করতে পারবো, তার অনেক অপরাধ আছে!!!! ওপেন সিক্রেট, সবাই জানে। কিন্তু মুজিব আমার নেতা, আর আমি দলকানা নই। এই দুই নেতার একজনকেও অসম্মান করলে আমার বাঙালি জাতিকেই অসম্মান করা হবে। আর যেহেতু আমার দল এর নাম বাংলাদেশ, তাই আমি দলকানা হিসেবে এই কাজটি করতে পারবো না।
মুজিবকে অপমান করে খুব খুশী? মনে রাখবেন, বাংলার পতাকা ও মানচিত্রও সেই সাথে বাজেভাবে অপমানিত। এই লোকটি না থাকলে পতাকা মানচিত্র আজ পাকিস্তানীটাই ব্যাবহার করতে হতো, আপনাকে দেখে মনে হচ্ছেনা এতে আপনি দুঃখ পাইতেন।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩২
আমি ভূমিপুত্র বলেছেন: আমি ঠিক কোথায় মুজিবকে অপমান করেছি?
আপনি জিয়া নিয়ে বাজে মন্তব্য করেন নাই এমন মিথ্যাচার নাকরলেও চলে।
২২| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৪
নিয়েল ( হিমু ) বলেছেন: মুজিব তো বদের হাড্ডি একটা । আর গুলামের পুত আজম নিরিহ টারে আটকায়া রাখছে বদ সরকারের দল ।
বাংলাদেশ ছাগীয়তাবাদী দল যে কোন মুল্যে জেলের তালা ভাংবে....... :-<
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৩
আমি ভূমিপুত্র বলেছেন: পোস্টের ঠিক কোন যায়গায় গুলামের পুত আজম কথা বলা হয়েছে?
২৩| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯
আসরাফুল ইসলাম বলেছেন: খাঙ্কির পোলা কয়েকটা ছবি দিয়া মুজিবকে বিচার করতেসেস । চুতমারানীর পোলা কয়েকটা ছবি দিলি আর সবাই বিশ্বাস করবে মুজিব ক্ষমতা চাইসিলো ! তা তোর বাপ গোলাম আযম কি চাইসিলো ক্লিয়ার কর শাউয়ার পুত ।
২৪| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৭
লিন্কিন পার্ক বলেছেন:
শেখ মুজিব কে ছিল জানেন ত ???
২৫| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৭
লিন্কিন পার্ক বলেছেন:
শেখ মুজিব কে ছিল জানেন ত ???
২৬| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৯
গাউস বলেছেন: যে লোকটি (ভুট্টো) বাংলাদেশের গনহত্যার মুল পরিকল্পনাকারী, যে ৩০ লক্ষ্য মানুষ হত্যার জন্য সরাসরি দায়ী তার সাথে মাত্র তিন বছর পর দেখা হলে এত হাসি আসে কিভাবে? হয়ত সবই রাজনীতি।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৮
আমি ভূমিপুত্র বলেছেন: এই ভুট্টোই কিন্তু আমাদের "শুয়রের বাচ্চা" বলে গালি দিয়েছিলো।
২৭| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
অজানা এক আমি বলেছেন: গাউস বলেছেন: যারা (ভুট্টো, টিক্কা) বাংলাদেশের গনহত্যার মুল পরিকল্পনাকারী, যে ৩০ লক্ষ্য মানুষ হত্যার জন্য সরাসরি দায়ী তার সাথে মাত্র তিন বছর পর দেখা হলে এত হাসি আসে কিভাবে? হয়ত সবই রাজনীতি।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪০
আমি ভূমিপুত্র বলেছেন: এই ভুট্টোই কিন্তু আমাদের বলেছিলো "যাহান্নামে যা"
২৮| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৫
আসরাফুল ইসলাম বলেছেন: গাউস আবালচোদ উনার রাজনীতি ছিলো বইলা আজ বাংলায় কমেন্ট চোদাইতেসস ।
২৯| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:০০
তামিম ইবনে আমান বলেছেন: বাংলা ভাষার এমন সুমধুর(!) ব্যবহার কি বঙ্গবন্ধু শেখ মুজিব না থাকলে করতে পারতেন ?
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮
আমি ভূমিপুত্র বলেছেন:
৩০| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮
মামুন হতভাগা বলেছেন: এখন কি করতে হবে? উক্ত ছবি দেখে সকল জামাতিদের মুক্তি দিতে হবে?আচ্ছা বঙ্গবন্ধু বিশাল অপরাধ করছে,যারা হানাদারদের দোসরদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে মন্ত্রী বানিয়েছিল তারা কি পুণ্য করেছে? আপনারা এমুন ক্যান? এই ছবি দেখিয়ে জামাতিদের ১৯৭১ এর সকল অপরাধ ঢাকার প্রচেষ্টা চালাচ্ছেন,এটা একটা ছাগ্লামি হয়ে গেল না? আরও নতুন কিছু ভাবুন,এই লাইনে কাজ হপে না
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:৪১
আমি ভূমিপুত্র বলেছেন: মামুন ভাই আপনাকে সম্মান করি। উল্টা পাল্টা জাবাব দিব না। আপনি পোস্টের লাষ্ট তিন লাইন আবার পড়ে আসুন।
৩১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৬
নিয়েল ( হিমু ) বলেছেন: ছরি ফর ইউজিং গুলামের পুত আজম । ভুলে গেছিলাম সন্তানের সামনে বাপের দৃর্নাম করা ঠিক না । খুব ছরি ভাই
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:৪৬
আমি ভূমিপুত্র বলেছেন: সন্তান সব সময় সবখানে বাপ মায়ের প্রতিচ্ছবি দেখে। তুমি কেন গু আযমরে সবখানে দেখ তা বুঝতে মানসিক রোগের ডাক্তার দেখাও
৩২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:২২
ধ্রুব মহাকাল বলেছেন: @হিমু
ভাই কি দেশী না বিদেশী খাইছেন ?
৩৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৫০
আমি তুমি আমরা বলেছেন: আগে শেখ মুজিব কে তা জেনে নিন।
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:৫৩
আমি ভূমিপুত্র বলেছেন: ১৯৭২ এর আগের মুজিবকে জানি। যে দেশ ও দেশের মানুষের জন্য প্রানও দিতে পারত।
পোস্টা যাদের মাথায় ঢুকে নাই তারা আবার পড়েন। শেখ হাসিনা কি বেচে খায়? এই মুজিবকে বেচে খায়। তাই সে কাউকে পাকিস্তান যাওয়ার কথা বলার আগে নিজের দিকে একবার তাকানো উচিত।
৩৪| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:১৪
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আওয়ামীলীগ নিয়া যা ইচ্ছা তাই বলতে পারেন , কোন সমস্যা নাই ।
কিন্তু বঙ্গবন্ধুরে নিয়া সমালোচনা করেন কোন সাহসে ??
বঙ্গবন্ধু কখন কোন প্রেক্ষাপটে কি করেছিলেন তা বুঝা জিয়ার সৈনিক দের পক্ষে সম্ভব না ।
আজ জাতীয়তাবাদ নিয়ে বড়াই করছেন । বঙ্গবন্ধু না থাকলে তো জাতীয়তাই পেতেন না , জাতীয়তাবাদ তো বহুত দূরের কথা ।
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:০৪
আমি ভূমিপুত্র বলেছেন: মতিয়া চৌধরী মত বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুকডুকি বানানোর কথা কি বলছি? আপনি তো শাহবাগের অনুসারী তাইনা? তা ভাইজান আগে মতিয়া চৌধরীরে প্রশ্ন করেন তারপর আমার কাছে আইয়েন।
পোস্টের শেষ তিন লাইনে আমার বক্তব্য দিছি। বাকিটা ইতিহাসের নির্মম সত্য। আমার বক্তব্যে অপমান পাইলেন কই? বঙ্গবন্ধুর স্বপ্নে বেচে কে খায়? উত্তর শেখ হাসিনা হলে উনারেই বলছি খালেদাকে কিছু অভিজ্ঞ পরামর্শ এনে দিতে। যেহেতু বঙ্গবন্ধু মারা যাওয়ার পরও বুবু বঙ্গবন্ধুর কাছ থেকে নিয়মিত স্বপ্নের চালান পান তাহলে পরামর্শ চাইলেও পাওয়ার কথা।
৩৫| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
গাউস বলেছেন: @আসরাফুল ইসলাম ..আপনার ভাষাই আপনার পারিবারিক পরিচয় বহন করে...এখন ৫২ র ভাষা আন্দোলনের ক্রেডিটও শেখ মুজিবকে দিতে হবে! ব্লগটা অশিক্ষিত লোকজনে ভরে গেছে।
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪০
কবি ও কাব্য বলেছেন: মিয়া ভাই রাইত বিরাইতে এসব পাংখা পোস্ট দিয়া যে ক্যান হাম্বালিগের ঘুম টা হারাম করেন
শালা হাম্বালিগেরা দেখি আমাদের জন্য এখন গরমে একটু লুঙ্গিও পইড়া ঘুমাইতে পারবো না