![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*
*
*
*
*
*
*
গত ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৫ টায় একটা পোস্ট দিলাম। সেখানে অনেকে আতশী কাঁচ নিয়া উপস্থিত হইলেন। আমি নাকি বঙ্গবন্ধুরে অপমান করছি। পো্স্টে আমার বক্তব্য ছিলো মাত্র তিন লাইনে। বাকিটা আমার দেশ পত্রিকা, ওয়াজেদ মিয়া ও বদরুদ্দীন উমরের লেখা থেকে নেওয়া। তাও আমাদের বিজ্ঞ ভাইয়েরা সেখানে বঙ্গবন্ধুকে অপমান খুজে পাইলেন। এই আতশী কাঁচ নিয়ে বঙ্গবন্ধুকে অপমান খুঁজে বেড়ানো ভাইদের সাহায্য করার জন্য এই পোস্ট দিলাম। দেখুন কেম্নে কার্টুনিষ্ট শাহরিয়ার ছাগুদের মত বঙ্গবন্ধুকে অপমান করতেছে
এই চশমাটা লক্ষ করুন এইটা বঙ্গবন্ধুর চশমার মত।
ছাগুরা ইমরান সরকারকে নতুন বঙ্গবন্ধু বলে। শাহরিয়ারও বলছে।
সে বলছে ৪২ বছরে যে চশমা কাউরে গছানো যায় নাই তা গছাইয়া পাশের দোকানি মিলাদ পড়াইছে।
এখানে লক্ষনিয় ৪২ বছর বলে সে আমাদের স্বাধীনতার সময়টা উল্লেখ করছে। পাশের দোকানী বলে সে ভারতকে মিন করছে।
শাহরিয়ারের কার্টুনের মানে তাইলে দাড়াইলো স্বাধীনতার ৪২ বছর পর ভারত এক আবালরে বঙ্গবন্ধুর দায়িত্ব গছাইছে!!! :-& :-&
নেন এইবার গলা ফাটাইয়া প্রতিবাদ করেন
©somewhere in net ltd.