নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝুলন (চট্টগ্রাম) বন্ধু, ভালো থেকো সারাটি ক্ষণ

রঙ্গিলা বন্ধুরে....... [email protected]

ইসমাইল মাহমুদ

রেল লাইন বহে সমান্তরাল.................................. ই-মেইল : [email protected] ০১৭১৫-১৭১৯৫০ ০১১৯৬১২৮৫১৩

ইসমাইল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

মহৎ র্কম

১৭ ই মে, ২০১২ রাত ২:২৩

‘জেগে আছি’র উদ্যোগে শ্রীমঙ্গল প্রেসকাব অডিটোরিয়ামে

চার মুক্তিযোদ্ধাকে আর্থিক অনুদান প্রদান

শ্রীমঙ্গল প্রতিনিধি

‘সাপ্তাহিক ২০০০‘ এবং ‘পাক্ষিক আনন্দধারা’র সম্পাদক কথাসাহিত্যিক জনাব মঈনুল আহসান সাবের-এর নেতৃত্বে-দিক নির্দেশনায় পরিচালিত দুস্থ ও অসহায় মানুষের পাশে দাড়ানোর উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত সংগঠন ‘জেগে আছি’র উদ্যোগে শ্রীমঙ্গলের চার জন বীর মুক্তিযোদ্ধাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত বুধবার রাতে শ্রীমঙ্গল প্রেসকাব অডিটোরিয়ামে চার জন দুস্থ ও অসহায় মানুষের হাতে নগদ ৩০ হাজার টাকা তুলে দেয়া হয়।

‘তোমরা আমাদের চিরকালের বর্তমান’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শ্রীমঙ্গল প্রেসকাব সভাপতি, সাপ্তাহিক চায়ের দেশ পত্রিকার সম্পাদক, প্রবীন সাংবাদিক গোপাল দেব চৌধুরীর সভাপতিত্বে এবং সাপ্তাহিক ২০০০-এর মৌলভীবাজার-হবিগঞ্জ প্রতিনিধি ইসমাইল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রণধীর কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও সাপ্তাহিক শ্রীভূমি সম্পাদক এম. এ রহিম, ‘জেগে আছি’র সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক ২০০০-এর সিনিয়র রিপোর্টার আব্দুল্লাহ্ নূহ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শ্রীমঙ্গল উপজেলা কমান্ড কাউন্সিলের ডেপুটী কমান্ডার কুমুদ রঞ্জন দেব এবং ‘জেগে আছি’র সমাজসেবা সম্পাদক এহসান মাহমুদ।

বক্তব্য রাখেন দৈনিক খোলাচিঠি সম্পাদক সরফরাজ আলী বাবুল, সাপ্তাহিক শ্রীমঙ্গল পরিক্রমা সম্পাদক এম. ইদ্রিস আলী, সাপ্তাহিক ২০০০-এর সিলেট প্রতিনিধি অপূর্ব শর্মা, সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদ আলী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রণধীর কুমার দেব বলেন, ‘মুক্তিযোদ্ধারা এদশের সোনালী সন্তান। তারা অস্ত্র হাতে দেশকে শত্রুমুক্ত না করলে আমরা স্বাধীন বাংলাদেশ এবং স্বতন্ত্র মানচিত্র পেতাম না। কিন্তু আজ দেশের সোনালী সন্তানরা সর্বদিক দিয়ে চরমভাবে অবহেলিত। অন্ন-বস্ত্র-চিকিৎসা-বাসস্থান এ চার মূল উপাদান প্রাপ্তি থেকে অনেক সময় মুক্তিযোদ্ধারা বঞ্চিত থেকে যান। যা আমাদেরকে পিড়িত করে-লজ্জিত করে। ‘জেগে আছি’র মূল উদ্যোক্তা মঈনুল আহসান সাবের যে লক্ষ্য ও নিয়ে শ্রীমঙ্গলের চারজন বীর মুক্তিযোদ্ধাকে আর্থিক সহায়তা প্রদান করেছেন সে উদ্দেশ্য নিশ্চয়ই মহৎ। আমার তাকে এবং তার প্রতিষ্ঠিত জেগে আছির সকলকে সাধুবাদ জানাই।

বিশেষ অতিথি ‘জেগে আছি’র সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক ২০০০-এর সিনিয়র রিপোর্টার আব্দুল্লাহ্ নূহ তার বক্তব্যে বলেন, জেগে আছি’র বয়স মাত্র চার মাস পেরিয়েছে। সম্পূর্ণ সদস্যদের চাঁদায় জনাব মঈনুল আহসান সাবের-এর নেতৃত্বে ও দিক নির্দেশনায় পরিচালিত হচ্ছে সংগঠনটির কার্যক্রম। মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়েছে শ্রীমঙ্গল থেকে। এ ধারা সব সময় অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে শ্রীমঙ্গল প্রেসকাব সভাপতি গোপাল দেব চৌধুরী বলেন, আমাদের সবার অতি পরিচিত সাপ্তাহিক ২০০০-এর সম্পাদক মঈনুল আহসান সাবের এর মহৎ কমর্রে চেতনার ফসল ‘জেগে আছি’। এ সংগঠনের উদ্যোগে শ্রীমঙ্গলের চারজন বীর সেনানীকে নগদ ৩০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান নিঃসন্দেহে একটি প্রশংসনীয় দৃষ্টান্ত। তিনি শ্রীমঙ্গলবাসী তথা শ্রীমঙ্গল প্রেসকাবের সকল সদস্যদের পক্ষ থেকে মঈনুল আহসান সাবেরসহ সংগঠনটির সকল স্তরের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান।

উল্লেখ্য যে, অনুষ্ঠানে শ্রীমঙ্গলের একমাত্র খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধা বীরপ্রতীক মো. রফিকুল ইসলাম ও মুক্তিযোদ্ধা রসময় কর্মকারকে নগদ ১০ হাজার টাকা করে এবং মুক্তিযোদ্ধা আব্দুল কাদির সানু মিয়া ও মুক্তিযোদ্ধা হীরালাল হাজরাকে নগদ ৫ হাজার টাকা করে সর্বমোট ৩০ হাজার টাকা প্রদান করা হয়।





মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১২ সকাল ১০:২৮

সিলেটি জামান বলেছেন: ভালো উদ্যোগ, ভালো লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.