নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফ্রিঞ্জ

ফ্রিঞ্জ

ফ্রিঞ্জ

ইমেইল করতে চাইলে [email protected]

ফ্রিঞ্জ › বিস্তারিত পোস্টঃ

বিজয় বাংলা ফন্ট - Bijoy Bangla Font (প্রিয়তে রাখুন - কাজে লাগবে)

০৮ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:১৪

কিছু সরকারী ওয়েবসাইট আর তার মধ্যে থাকা বিভিন্ন পিডিএফ আর ডক ফাইল পড়তে গিয়ে মাঝে মাঝেই ফন্ট এর ঝামেলায় পড়তে হয় কারণ সাইট বা ফাইল গুলো বিজয় দিয়ে করা। আবার আমি আমার সিস্টেমে বিজয় সফটওয়্যারটি রাখতে চাইনা। সমাধান করলাম এইভাবে।

১. ইন্সটল বিজয়

২. সব বিজয় ফন্ট। c:/windows/fonts থেকে কপি করে অন্য ফোল্ডার এ সংরক্ষন

৩. আনইন্সটল বিজয়

৪. সংরক্ষিত ফোল্ডার থেকে ফন্ট সমুহ c:/windows/fonts ফোল্ডারে কপি।



প্রথম ৩ টি ধাপ এড়ানোর জন্য সংরক্ষিত ফোল্ডারটির জিপ ফাইলে মিডিয়াফায়ার এ আপ্লোড করে রাখলাম। আর অন্যদের সাথেও শেয়ার করছি যাতে করে শুধু সরকারী ডকুমেন্ট পড়ার জন্য তাদের বিজয় সফটওয়্যারটি খুজতে না হয়।



মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্কঃ http://www.mediafire.com/?c2b20ev6143jacd



ডাউনলোড এর পর যা যা করতে হবে।

১. আনজিপ

২. bijoy_fonts নামে একটি ফোল্ডার পাবেন আনজিপ করার পর। তার ভিতর থেকে ৫২ টা ফন্ট ফাইল পাবেন। ফাইলগুলো কপি করুন।

৩. c:/windows/fonts ফোল্ডার এ পেস্ট করুন। (২০ টি ফন্ট ইন্সটল হয়ে যাবে - হ্যা ৫২ ফাইলে ২০ টা ফন্ট - বোল্ড ইটালিক ইত্যাদি সাপোর্ট করার জন্য আলাদা ফাইল তাই একটা ফন্টের জন্য ২/৩ টা ফাইল থাকে)



দ্রষ্টব্যঃ কাগুর ভাষা ব্যবসায় ক্ষতি করা এই পোস্ট এর লক্ষ না। তাই বিজয় সফটওয়্যার এর লিঙ্ক দিলাম না। সরকারী সাইট / সংস্থা গুলোর উচিত ইউনিকোড ভিত্তিক ফন্ট ব্যবহার করা অথবা অন্য কোন ফন্ট ব্যবহার করলে তা এমবেড করা। যেহেতু তারা তা করছে না তাই বাধ্য হয়ে শুধুমাত্র ডকুমেন্ট দেখার জন্য ফন্টগুলো শেয়ার করলাম। কেউ এসব ফন্ট দিয়ে ডকুমেন্ট তৈরি করতে চাইলে (এমন লোক আছে নাকি? :D ) বিজয় কিনে নিবেন। ;);)B-)B-)

মন্তব্য ৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:১৭

নেংটি ইদুর বলেছেন: বিজয় খুব পঁচা একটা সফটওয়্যার।আমি এটা দিয়ে লিখতে পারি না,তাই অভ্র দিয়ে লিখি।

০৮ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২১

ফ্রিঞ্জ বলেছেন: তা তো আমরা সবাই করি। কিন্তু সরকারী অফিসের লোকজন তো এত কিছু বুঝেনা। বেশিরভাগ এ বিজয় দিয়ে লিখে সেই ডকুমেন্ট সাইট এ দেয়। এমন কি কিছু কিছু বিশ্ববিদ্যালয় এর সার্কুলার এর সেইম অবস্থা। তাই শুধু দেখার জন্য হলেও ফন্ট গুলো দরকার।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩৮

জীবনমর১২১২ বলেছেন: আপনারে কইসা ধন্যবাদ :) :) :) :) :) :) :) :) :) :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪০

ফ্রিঞ্জ বলেছেন: আপনেরে পাতলা স্বাগতম!

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫১

আবু সায়েম বলেছেন: মাগার লোক আপনি

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৩

ফ্রিঞ্জ বলেছেন: গালি দিলেন নাকি প্রশংসা করলেন ঠিক বুজলাম না! তাই দুই পদের ইমো দিয়া রাখলাম।
X( X( X(( X((
:#) :#) :D :D

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৪

আবু সায়েম বলেছেন: Bijoy install dite ga ghin ghin korto.apni uddhar korcen.

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৬

ফ্রিঞ্জ বলেছেন: ছিঃ এইভাবে বলে না। কাগু কষ্ট পাইবো। :P

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:১১

আবু সায়েম বলেছেন: :D

৬| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ২:০৪

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: কাগুর সফটওয়ারে এত্ত গুলান ফন্ট লাগে কেন? চোরা ফন্ট নাকি? যাকে যখন পায় তখন একটা ভার্সন টাকা পয়সা না দিয়েই ডেভেলপ করে বাং মারে নাকি?? পাপান্না ভাইয়ের সাথে যোগাযোগ করা দরকার, উনার পারিশ্রমিক দিয়েছি নাকি ভন্ড কাগু??

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪০

দ্যা অক্সি সেভেন বলেছেন: থ্যাংকস কাজ হইছে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.