নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Habib Imran, B.A. & M.A. (Philosophy), University of Chittagong. Current City : Riyadh, Kingdom Of Saudi Arabia. Email: [email protected]

হাবিব ইমরান

বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তি এবং সংগঠনগুলোকে আমি প্রচন্ড ঘৃণা করি। তারা ধ্বংস হোক।

হাবিব ইমরান › বিস্তারিত পোস্টঃ

\'হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ\' : পর্ব- ৩

২০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৮

পড়ুন : পর্ব-১ Click This Link
পড়ুন : পর্ব-২ Click This Link



৪১. আর পঞ্চাশ বছর পর আমাকেও ওরা দেবতা বানাবে; আর আমার বিরুদ্ধে কোনো নতুন প্রতিভা কথা বললে ওরা তাকে ফাঁসিতে ঝুলোবে।

৪২. আমি এতো শক্তিমান আগে জানা ছিলো না। আজকাল মিত্র নয়, শত্রুদের সংখ্যা দেখে আত্মবিশ্বাস ফিরে পাই।

৪৩. পা, বাঙলাদেশে, মাথার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। পদোন্নতির জন্য এখানে সবাই ব্যগ্র। কিন্তু মাথার যে অবনতি ঘটেছে, তাতে কারো উদ্বেগ নেই।

৪৪. হায়! থাকতো যদি একটি লম্বা পাঞ্জাবি, আমিও খ্যাতি পেতাম মহাপণ্ডিতের।

৪৫. এখানকার একাডেমিগুলো সব ক্লান্ত গর্দভ; মুলো খাওয়া ছাড়া ওগুলোর পক্ষে আর কিছু অসম্ভব।

৪৬. জন্মান্তরবাদ ভারতীয় উপমহাদেশের অবধারিত দর্শন। এ অঞ্চলে একজন্মে পরীক্ষা দিতে হয়, আরেক জন্মে ফল বেরোয়, দু-জন্ম বেকার থাকতে হয়, এবং ভাগ্য প্রসন্ন হ'লে কোনো এক জন্মে চাকুরি মিলতেও পারে।

৪৭. রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার পাওয়ার দরকার ছিলো না, কিন্তু দরকার ছিলো বাঙলা সাহিত্যের। পুরস্কার না পেলে হিন্দুরা বুঝতো না যে রবীন্দ্রনাথ বড়ো কবি; আর মুসলমানেরা রহিম, করিমকে দাবি করতো বাঙলার শ্রেষ্ঠ কবি হিশেবে।

৪৮. বাঙলাদেশে কয়েকটি নতুন শাস্ত্রের উদ্ভব ঘটেছে; এগুলো হচ্ছে স্তুতিবিজ্ঞান, স্তবসাহিত্য, সুবিধাদর্শন, ও নমস্কারতত্ত্ব।

৪৯. এখানে অসতেরা জনপ্রিয়, সৎ মানুষেরা আক্রান্ত।

৫০. টেলিভিশন, নিকৃষ্ট জিনিশের এক নম্বর পৃষ্ঠপোষক, হিরোইন প্যাথেডিনের থেকেও মারাত্মক। মাদক গোপনে নষ্ট করে কিছু মানুষকে, টেলিভিশন প্রকাশ্যে নষ্ট করে কোটি কোটি মানুষকে।

(চলবে....)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: হুমায়ূন আজাদ দূর্দান্ত বলে গেছেন।

২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০১

হাবিব ইমরান বলেছেন: আসলেই।
এজন্যই তিনি আমার পছন্দের মানুষ।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সোজাসাপ্টা কথা বলার কারণে হুমায়ূন আজাদ অনেকের কাছে অপ্রিয় ছিলেন।

২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৪

হাবিব ইমরান বলেছেন: সত্য তিক্ত।
আর এ তিক্ততা সবাই সহ্য করতে পারে না। বাঙালি তো একেবারে বিলকুল না মুমকিন।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আসলেই।
এজন্যই তিনি আমার পছন্দের মানুষ।

জ্ঞানী লোক ছিলেন।
হুমায়ূন আজাদ আর আমার গ্রামের বাড়ি একই অঞ্চলে। মুন্সিগঞ্জ। বিক্রমপুর।

১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪০

হাবিব ইমরান বলেছেন:
বাহ, আপনারা একই এলাকার মানুষ।
ভালোবাসা রইল উভয়ের প্রতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.