![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক-তে কলা, ক-তে কলম, ক-তে কলস ইত্যাদি কিছু “ক” যদি এক সাথে যুক্ত হয়ে দু-এক বাক্যে একটি ভাব প্রকাশ করে; তখন ঐ ক-কে আমরা “ক’য়ে ক’য়ে ক’য়ের কলতান!” বলতে পারি। যেমনটি ঘটেছে নিম্নেঃ-
কোলকাতার কমলাকান্তের কর্মচারীর কনিষ্ট কন্যা কুহিলী;
কাকার কাছে কহিল- “কাকা! কাকা! কাকে কেন কা-কা করে?”
কাকা কুহিলীকে কহিলো-“কাক কোকিল কন্ঠে কুহু-কুহু করে কি করে? কাকের কাজই কা-কা করা।”
এটা আমার নিজের তৈরী নয়। আমি যখন ৮ম শ্রেণীতে পড়ি; তখন এক বড় আপুর মাধ্যমে এটি প্রথম শুনেছিলাম। যেটা আমি শুনেছিলাম সেটাতে কিন্তু সবগুলো শব্দের প্রথমে “ক” ছিলো না। সেটাকে কিছুটা পরিবর্তন ও পরিবর্ধন করা হয়েছে। যার ফলে এখন বর্তমান অবস্থা দাড়িয়েছে। যেখানে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরই হলো- “ক”!
Virtual aia
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৮
[email protected] বলেছেন: দারুন কয়ের কলতান