নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধূমকেতু

imran157

imran157 › বিস্তারিত পোস্টঃ

আমি আর “মহাসড়কে ধীরগতি যান চালচলে নিষেধাজ্ঞা”

১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১২

“মহাসড়কে ধীরগতি যান চালচলে নিষেধাজ্ঞা” বিষয়টাকে আমি Positive ভাবেই দেখছি। সরকারের পক্ষ থেকে উদ্যোগটি আরও আগেই নেওয়া দরকার ছিলো। কেননা, মহাসড়কের যান-জট ও দূর্ঘটনাগুলোর প্রধান কারণ গুলোর একটি হলো এই “ধীরগতি যান”। বিষয়টি এত দেড়ীতে সকারের দৃষ্টিগোচর হলো; এইটাই হলো সরকারের বড় ভুল। এবং এটা কতটা বাস্তবায়ন হয়… এখন সেটার জন্য সুদূর অপেক্ষা।

প্রশ্ন উঠতে পারে “ড্রাইভার”-দের কি হবে? ঐ যে আমি বললাম… “বিষয়টি এত দেড়ীতে সকারের দৃষ্টিগোচর হলো; এইটাই হলো সরকারের বড় ভুল।”

কথায় আছে… “কাচাঁয় না নোওয়ালে বাশঁ; পাকলে করে ঠ্যাশ ঠ্যাশ।” যদি প্রথম হতেই সরকারের এই বিষয়টার প্রতি সুদৃষ্টি পড়তো… তাহলে আজকের এই পরিস্থিতি দেখতে হতো না। তবে কথা থেকে যায়… সিন্ধান্ত গ্রহণের পূর্বে সরকারের উঠিত ছিলো; এই ড্রাইভারদের কর্মসংস্থানের বিষয়টা নিয়ে কিছু-একটা পরিকল্পনা করা। আর এটা হলো আরও একটা বড় ভুল।

“সাধারন জনগণের ভোগান্ত” এই বিষয়ে বলবেন তো..? দুঃখিত… কারণ আমি তখন বলবো... “শরীরের নাম মহাশয়, যাহা সহায় তাহায় শয়।”

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৩

চাচামিঞা বলেছেন: ভাই মহাশয় অবশ্যই সইবেন। কিন্তু ভালো বিকল্প ব্যাবস্হা না করে এই রকম হুট হাট ডিসিশন অবশ্যই হয়রানির নামান্তর। আমি বাজি ধরে বলতে পারি এই আইন ১ সপ্তাহও টিকবে না।

১০ ই আগস্ট, ২০১৫ রাত ৮:২৯

imran157 বলেছেন: ভাই অনেক কিছুই সইতে হচ্ছে... আর এটা সইতে পারবো না, তাকি হয়?
কিন্তু ভালো বিকল্প ব্যাবস্হা না করে এই রকম হুট হাট ডিসিশন অবশ্যই হয়রানির নামান্তর। ...বটেই!

আমি বাজি ধরে বলতে পারি এই আইন ১ সপ্তাহও টিকবে না। সেটাও জানি... তাইতো... বলেও রেখেছি...... এটা কতটা বাস্তবায়ন হয়… এখন সেটার জন্য সুদূর অপেক্ষা।

২| ১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩১

[email protected] বলেছেন: সঠিক কথা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.