![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে গণতন্ত্র হচ্ছে রাজনৈতিক দুর্নীতির প্রধান অবলম্বন।
আমি এর পক্ষে। এর প্রধান কারণ, চোখের দেখায় বলছি। প্রধান রাজনৈতিক দলগুলোর অঙ্গসংগঠন গুলো প্রত্যক্ষ ভাবে রাজনৈতিক দুর্নীতির সাথে জড়িত। যার কারনে দেশের সার্বিক উন্নয়ন কিছুটা নয় বরং অনেকাংশেই বাধাগ্রস্ত হচ্ছে। এবং তাঁদের সাথে আমলাতন্ত্র জড়িত হবার কারনে তা আরো ত্বরান্বিত হচ্ছে। শুধু তাই নয় তারা দেশদ্রোহী, আইন বিরোধী এবং নানারকম অপরাধজনক কাজ করে রাজনৈতিক দলের ছত্রছায়ায় পার পেয়ে যাচ্ছে।
এমতাবস্থায় আমি মনে করি দেশের উন্নয়নের গতি দ্রুত ত্বরান্বিত হবে তখনই যখন দেশের সকল কার্যক্রম স্বৈরশাসক বা একনায়তন্ত্রের হাতে থাকবে। উল্লেখ্য, উভয়ক্ষেত্রে অধিষ্ঠিত ব্যক্তি বা ব্যক্তিবর্গের মধ্যে দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের চেতনা নিহিত থাকতে হবে।
তবেই দেশ তথা দেশের নাগরিক জীবনযাত্রার মান উন্নয়ন হবে।
বি.দ্র. সামুতে এটা আমার প্রথম পোষ্ট এবং এর মাধ্যমে আমি সামুতে যাত্রা শুরু করলাম।
২| ২৮ শে মে, ২০১৭ সকাল ১০:৩০
ruhul imran বলেছেন: শুধ তাই নয়।
তার মাসিক আয় ঐ প্রথম শ্রেণীর কর্মকর্তার চেয়ে 'ক' গুণ বেশী।
৩| ২৮ শে মে, ২০১৭ সকাল ১১:৪৪
দ্যা ফয়েজ ভাই বলেছেন: প্রথমেই ব্লগে স্বাগতম।শুভ কামনা আপনার প্রতি।
দেখুন,বর্তমানে রাজনীতি তে যারা জড়াচ্ছে কেউ কিন্তু জনসেবার উদ্দেশ্যে আসে নি।সবাই এসেছে নিজের কার্যসিদ্ধির জন্য।একজন নেতা তার কাজ হাসিল করার জন্য কয়েকজন পোষা কুত্তা রাখে,সেই পোষা কুত্তাদের আবার পোষা বিড়াল আছে।এভাবে দেখা যায়,এই পোষা কুকুর,বিড়াল গুলোই দেশের জন্য ক্ষতিকর হয়ে পড়েছে।
আপনার প্রথম পোষ্ট হিসেবে ভালো হয়েছে।
অফটপিক:আগের মন্তব্যে(চাঁদগাজীর)মন্তব্যে আপনি রিপ্লে না দিয়ে কমেন্ট করেছেন।প্রথম প্রথম যে ভূল হয় সেটি বলছি,রিপ্লে দিতে হলে প্রত্যেক কমেন্টের উপরে ডান পাশে একটা সবুজ কালারের বাকানো তীর চিহ্ন দেখবেন।এটিতে ক্লীক করুন।
হ্যাপী ব্লগিং।
৪| ২৮ শে মে, ২০১৭ দুপুর ১:২০
বিজন রয় বলেছেন: দুই বছরে প্রথম পোস্ট!!!
সুন্দর!
স্বাগতম।
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৭ সকাল ১০:০৪
চাঁদগাজী বলেছেন:
ব্লগে স্বাগতম।
বাংলাদেশে গ্রামের একজন রাজনৈতিক ক্যাডার একজন প্রথম শ্রেণীর সরকারী কর্মকর্তার কাছাকাছি ক্ষমতা রাখে।