নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৈদ্যুতিক পর্দার ক্ষুদ্রতম একক।

ruhul imran

জাগতিক তামাশার দর্শক! দেখি আর শুনি

ruhul imran › বিস্তারিত পোস্টঃ

\'লিচু\'র আবিস্কারকের খোঁজে....

০১ লা জুলাই, ২০১৭ সকাল ১১:২৬

তখন আমি বামপন্থী রাজনীতিতে নিষ্ক্রিয়। বয়সে ছোট আর কলেজেও প্রথম ভর্তি হই। তখন এলাকার কিছু বড় ভাইয়ের সাথে বামপন্থি রাজনীতিতে যুক্ত হই। রাজনীতি তখনো বুঝতাম না, এখনো বুঝি না। তাই ঐ ভাইয়ারা যেন মাইন্ড না করে তাই নিষ্ক্রিয় ভাবে যুক্ত থাকতাম।

সেবার লিচুর সীজন চলছে। ২০০ টাকা 'শ। বাজার ভর্তি লিচু।
বড় ভাই লেখাপড়ার খোঁজ-খবর নেবার জন্য ডাকলো, আসার সময় টাকা-পয়সা আর লিচু কিনে দিলো। লিচু নিয়ে আমি ঐ ভাইয়াদের পার্টি অফিসে চলে যাই।

পার্টি অফিসে কয়েকজন ছিল। খুব আমোদ-ফূর্তিতে আমরা সবাই লিচু খাচ্ছিলাম। তো এমন সময় একজন হুট করে বলে উঠলো, 'লিচু যে আবিস্কার করলো সে দারুণ ইন্টেলিজেন্ট, দারূন একটা ফল আবিষ্কার করেছে। তাই না।' তারপর সম্মতি পাওয়ার জন্য সবার দিকে তাকালো। প্রায় সবায়ই স্বপক্ষে সম্মতি দিল। উনার মতে পৃথিবীতে যত ফল আছে সব কিছু মানুষ আবিষ্কার করেছে।

আমি বললাম, 'আসলে অতি প্রাচীনকালে কি হয়েছে না হয়েছে, কে কি আবিষ্কার করলো তা সবাই জানে বিজ্ঞানের কল্যাণে। কার্বনটেস্ট ইত্যাদির মাধ্যমে বিজ্ঞানীদের কিছুই অজানা নয়। আর লিচু তথা জগতের এতগুলো ফলের আবিষ্কার্তার নাম কেউ জানে না, তা কিভাবে সম্ভব?'

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৭ সকাল ১১:৫৪

ওমেরা বলেছেন: চারিপাশের যেদিকেই তাকাবেন চিন্তার অনেক খোরাক আছে । ধন্যবাদ আপনাকে

২| ০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১:৩৯

ইসমত বলেছেন: লিচু কি প্রাকৃতিক ফল!

৩| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ২:৫২

চাঁদগাজী বলেছেন:


আপনার আশেপাশের লোকজন তেমন বুদ্ধিমান ছিলেন না।

১৪ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৪

ruhul imran বলেছেন: সেজন্যই বোধয় তারা বামপন্থিতে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.