নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো ইমরান হাসান

মো ইমরান হাসান › বিস্তারিত পোস্টঃ

ব্যাংক থেকে ডলার এন্ডোর্সমেন্ট প্রক্রিয়া

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

বেশ কিছু দিন থেকে ব্যাংক থেকে ডলার এন্ডোর্সমেন্ট প্রক্রিয়া নিয়ে অনেক খুঁজাখুঁজি করলাম নেট এ কিন্তু সবিস্তারে এই প্রক্রিয়া সম্পর্কে কোথাও তেমন কিছু পেলামনা। আজকে ইস্টার্ন ব্যাংক লিমিটেড থেকে $১০০০ ক্যাশ এন্ডোর্স করলাম। তাই ভাবলাম পুরা প্রক্রিয়াটা নিয়ে একটা লেখা লিখি, যেন পরবর্তীতে কারো জন্য বিষয়টা সহজ হয়।

প্রথমেই বলে নেই, ব্যাংক থেকে এন্ডোর্স কেবল মাত্র তখনি করা ভাল যখন আপনার এন্ডোর্সমেন্ট এমাউন্ট বেশি হবে। $১০০ - $২০০ ডলারের জন্য ব্যাংক এ না যাওয়াই উত্তম, আমার মতে। কেননা, ব্যাংক এর চার্জ টা বেশি। যেখানে আপনি বাইরে যে কোন মানি এক্সচেঞ্জ থেকে ৳২০০ টাকায় (শুধু সিল) আর ৳৪০০ টাকায় অনলাইন এন্ডোর্সমেন্ট করতে পারবেন সেখানে সেই চার্জ তা ব্যাংক এ প্রায় ৩ গুন। ব্রেক ডাউন এ পরে আসছি।

আমি থাইল্যান্ড ভ্রমনের জন্য ১২ই ফেব্রুয়ারী ২০১৮ তে এক মানি এক্সচেঞ্জ থেকে $১০০০ এন্ডোর্স করেসিলাম। ডলার রেট ছিল $১=৳ ৮৪.২৫। অনলাইন এন্ডোর্সমেন্ট ফি ৳৪০০। আমার সর্বমোট পড়েছে ১০০০*৮৪.২৫+৪০০ = ৮৪৬৫০। একই দিনে ইস্টার্ন ব্যাংক লিমিটেড থেকে $১০০০ এন্ডোর্সমেন্ট এ পড়েছে -

১। ডলার রেট - $১ = ৳ ৮৩
২। এন্ডোর্সমেন্ট ফি - ২০০ + ১৫% ভ্যাট = ২৩০ (একাউন্ট হোল্ডার দের জন্য)। ৫৭৫ টাকা নন একাউন্ট হোল্ডার দের জন্য।
৩। এন্ডোর্সমেন্ট এমাউন্ট এর ১% + ওই এমাউন্ট এর ১৫%। আমি $১০০০ এন্ডোর্স করেছিলাম, আমার পড়েছিল $১০ (এন্ডোর্সমেন্ট এমাউন্ট এর ১%) = ৮৩*১০ = ৮৩০ + ১২৪.৫ ( ৮৩০*১৫% ) = ৯৫৪.৫

সর্বমোট = ১০০০*৮৩+২৩০+ ৯৫৪.৫ = ৳ ৮৪১৮৪.৫

ব্যাংক এন্ডোর্সমেন্ট এর এই ফি ব্যাংক ভেদে ভিন্ন হতে পারে। তাই আপনি যেই ব্যাংক থেকে এন্ডোর্সমেন্ট করবেন তাদের রেট জেনে করা ভাল। আর প্রথমেই যেটা বলেছি, আমার মতে বেশি এমাউন্ট এর ডলার হলে ব্যাংক থেকে করা ভাল নাহলে লোকাল কোন মানি এক্সচেঞ্জ থেকেই ডলার এন্ডোর্সমেন্ট করা যায়।

পোস্টটি কারো উপকারে আসলে ভাল লাগবে। সবাই ভাল থাকবেন :D

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.