![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত্যুর স্বাদ হয়তো বেঁচে থেকেও নেওয়া যায়,
অপ্রাপ্তির নিঃশ্বাস আর তামাকপাতার নেশাগ্রস্থ আড্ডাই শেষ নয়..
এর পেছনেও অনেক কারন থাকে..
আড্ডার মাঝেই হয়তো একটি ছেলে কষ্ট পায়..
অতীতকে ভুলতে আবার নেশাগ্রস্থ হয়!! তবে এটা তার জীবন.. পাশের মানুষগুলো ঘুরেও দেখে না!!
ঘোরের মধ্যে সবাইকেই ভাল লাগে.. অনেক আপনজন মনে হয় !!
তবে হ্যাঁ!! খারাপ মানুষরা ভালবাসতে জানে বেশী.
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৭ দুপুর ২:৩০
বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম।
সুন্দর নিক।
শুভকামনা রইল।
শুভব্লগিং।