![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিগারেট এর ধোঁয়া গুলি তোমার সৃতির মতন আমায় জড়িয়ে রেখেছে... সেই সোহাগে টলমল করছে আমার অস্তিত্... শক্ত এক বন্ধনে বন্দি আমার ভালবাসা. যেন সিগারেটের ফিল্টার তোমার প্রতারণার স্মারক হয়ে পরে থাকবে অক্ষত.. তুমি আগুনের মতন শেষ করে দিচ্ছ ধীরে ধীরে.পুরো সিগারেট আমার জীবন ভালবাসার স্পর্শ নিয়ে তুই অদৃশ্য ততক্ষণে আমার জীবন শেষ তুই নাই আমার জীবন নাই রয়ে যাবে শুধু আমার ভালবাসা
©somewhere in net ltd.