![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে ভালোবাসার আদম্ম ইচ্ছে
আজো রক্তের সাথে মিশে আছে
বিশ্বাস করো এখনো মাঝে মাঝেই
স্বপ্নের মাতাল নৃত্য হয় !
অনিন্দ্য পুষ্প পাপড়ির মতোই জন্মেছিলো
আমারও ভালোবাসা !
জানি বিশ্বাস করবে না আজো !
প্রস্ফুটিত হওয়ার আগেই ঝরে গেছের প্রণয়ের ফুল ।view this link
তারপর থেকেই আজ অবধি ইচ্ছের অনাকাঙ্ক্ষিত লালন
দৃষ্টির পরিসীমা থেকে দূরত্ব ভুলে হৃদয়ের খুব কাছেই আপন মনে সাজিয়েছি
জানি বিশ্বাস করবে না আজো
তবু তোমায় ভালোবেসে যাই
লগ্নের শেষ ভাগেই হয়তো আমি
অপ্রাপ্তির কতো হিসেব নিকেশ আর করবো বলো
অবাক্ত কথার মালা যে থেকে গেছে গভীরেই
তবু তোমায় ভালোবাসার ইচ্ছের প্রয়াণ নেই
©somewhere in net ltd.