নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সর্ম্পকে বিবরন দেওয়ার মত তেমন কিছু নেই।শুধু এটুকু বলতে পারি একজন ভাল মনের অধিকারী হিসেবে নিজেকে মনে করি এবং সেটা আজীবন থাকতে চাই>লেখালিখি কারো কাছে নেশা, আর কারো কাছে হয়তোবা পেশা।আর আমি লিখি নিতান্তই শখের বশে, শুধুমাত্র আমার জন্যে।কারণ,এই শব্দর

অশ্রু সিক্ত তোমার স্মৃতি

অশ্রু সিক্ত তোমার স্মৃতি › বিস্তারিত পোস্টঃ

কোথায় হারাবে তুমি,

০৫ ই জুন, ২০১৭ রাত ১২:৪১

বলতে পারো স্বপ্নেরা এত্তো স্বার্থপর কেন?
ওরা ও এখন আর আমার ঘুমন্ত জগতে তোমার মুখ খানি
নিয়ে আসেনা।
নেত্রপলক বন্ধ করা মাত্রই কোনো এক অদৃশ্য অতলে তঞ্চন
এর মত স্তব্ধ হয়ে যাই।
খুব ভয় হয়,
যদি সত্যি এমন হয়।
কল্পনার প্রতিটা মহুর্ত নিয়েই যে আমার বেচে থাকা।
পারবো না, আমি পারবো না তোমাকে আমার সুবৃহৎ
ভূভাগ থেকে হারিয়ে পেলতে।
রেখে দেবো বিরামহীন ভাবে আমার অন্তরতম প্রদেশের
একটা অংশ করে।
কি করবো বলো ভালো যে বাসি তোমাকে।
ভালোবাসি তোমার বোকা মুখ খানিকে, ভালোবাসি
আমার ছায়া হয়ে থাকা সেই মানুষটি কে,
সত্যি ভালোবাসি আমার ঝাড়ি শুনেও প্রতিবাদহীন
ভাবে ক্যাবলাকান্তের মতো চেয়ে থাকা মানুষটা কে।
জানি না আর পাবো কিনা,
তবে ভালোবেসেছি, ভালোবাসবো, আর ভালোবেসে
যাবো যতদিন এই দেহে প্রান আছে।
কোথায় হারাবে তুমি, আমি তো দেবো না হারাতে
আমার স্বপ্ন জগত থেকে.......................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.