নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সর্ম্পকে বিবরন দেওয়ার মত তেমন কিছু নেই।শুধু এটুকু বলতে পারি একজন ভাল মনের অধিকারী হিসেবে নিজেকে মনে করি এবং সেটা আজীবন থাকতে চাই>লেখালিখি কারো কাছে নেশা, আর কারো কাছে হয়তোবা পেশা।আর আমি লিখি নিতান্তই শখের বশে, শুধুমাত্র আমার জন্যে।কারণ,এই শব্দর

অশ্রু সিক্ত তোমার স্মৃতি

অশ্রু সিক্ত তোমার স্মৃতি › বিস্তারিত পোস্টঃ

আমার মাঝে মাঝে মনে হয় পৃথিবীটা টুকরো টুকরো হয়ে ফেটে গেছে যেন যে কোন মুহূর্তে ছাদটা আমার উপর ভেঙে পড়বে

১৮ ই জুন, ২০১৭ রাত ১২:৩৩

আমার জীবনে কোন বিশেষ দিন নেই আমার কাছে প্রতিটি দিনই সাধারণ____
আমার জন্য প্রতিটি দিন একই বার্তা নিয়ে আসে সেই একঘেয়ে একাকী জীবন___
কখনো কখনো মনে হয় মানুষ না হয়ে ফুল হলে ভালো হতো__
একটা দিন অপূর্ব সুবাস ছড়িয়ে মানুষকে মুগ্ধ করে দেওয়া যেতো__
তারপর আরেকটতা দিনের ভোরের আলো ফোঁটার আগেই হারিয়ে যাওয়া যেতো নীরবে আমার জীবনে লুকোচুরি খেলতে গিয়ে সময় হারিয়ে যায় কখনো খুঁজে না পাবার মতো করে আমার__
জীবন অভিধানে কোথাও স্বপ্ন নেই সেখানে একাকীত্ব আর শূণ্যতা ভরপুর___
মাঝে মাঝে মনে হয় এমন একটা জীবন হোক যে জীবন সব পাওয়ার না হোক অন্তত কিছু না হারাবার হোক___
আমার এটা বুঝতে বাকি নেই যে আমার জীবনটা সত্যিই দুঃখ,কষ্টে পূর্ণ একটা গল্প___
আমার প্রতিটা মুহূর্ত কাটে দুঃখ,কষ্টে___
সত্যিকার অর্থেই আমি আমার জীবণের ভবিষ্যত্‍ নিয়ে কখনোই ভাবিনা পৃথিবীর শোক বা আনন্দ কিছুই আমাকে স্পর্শ করে না
আমার মাঝে মাঝে মনে হয় পৃথিবীটা টুকরো টুকরো হয়ে ফেটে গেছে যেন যে কোন মুহূর্তে ছাদটা আমার উপর ভেঙে পড়বে__
আমি জানি আমি ভীষণ বিষন্ন হতে পারি আমি খুব uncontrolled অনেক কিছুর ব্যাপারে আমি কোন কিছু মেপে মেপে করতে পারি না জুতা কিনতে গেলেও এক সাইজ বড় জুতা কিনে খুশি হয়ে বাসায় চলে আসি___
আমি ঘুমে ঢলে পড়তে পড়তে আবার জেগে উঠি অন্য আরেকটা দু:স্বপ্নে___
আমি যেমনটা ”যোগ্য” হতে পারতাম কিছুই হইনি হয়ত আগামীতেও পারবো না ইচ্ছে থাকলেও পারবো না কীভাবে কী হতে হয় সেই পথ আমার জানা নেই___
আমার কল্পনা গুলো মাঝে মাঝে কথা বলে আমার সাথে গল্প করে ইদানিং কিছুই যেন ভালো হচ্ছে না আমার সাথে একদম কিছুই না___
আমার ভীষণ একা লাগে মনে হয় আমি একটা বিশাল মহাশূণ্যে একটা ছোট্ট ছায়াপথ__
পৃথিবীতে আমাকে শোনার জন্য কোথাও কেউ নেই প্রিয় জিনিসগুলো আর প্রিয় মানুষগুলো সব দূরে সরে গেসে__
এই পৃথিবীর সবার মাঝে একজন হয়ে বেঁচে থাকার খুব ইচ্ছা ছিল___
আমার কিন্তু সেই ইচ্ছা হয়ত স্বপ্নই রয়ে যাবে জীবনে না পাওয়ার তালিকাটা আরও দীর্ঘ হচ্ছে___
প্রেমহীন রাতে ভালোবাসাহীন বিছানায় একাকীত্বের গন্ধে পড়ে থাকি অলসতায় হঠাৎ আমার মনটা আপনা আপনি খারাপ হয়ে যায়___
একটা গান শুনতে শুনতে হঠাৎ করেই মনটা বিষণ্ণ হয়ে উঠে।আমি একটা ছোট্ট বাচ্চার মতো একই ফরমুলা দিয়ে সব বড় বড় সমস্যা সমাধান করার চেষ্টা করি___
আর ভুল উত্তরের চোরাবালিতে ডুবতে থাকি একা একা___
মাঝে মাঝে নিজের ব্যর্থতার কথা মনে করে নিজের উপর খুব রাগ হয়__
সবসময় মনে হয় আমি কিছু দুঃস্বপ্ন দেখছি একদিন ভোরে উঠে দেখবো সবকিছু ঠিকঠাক হয়ে গেছে সময়টাকে অনেক বড় মনে হয় আর নিজেকে অনেক ক্ষুদ্র____
পৃথিবীতে কিছু কিছু মানুষ অনেক ঝড়ঝাপটা পাড়ি দিয়ে নিজের স্বপ্ন পূরণ করে আবার কিছু কিছু মানুষ আছে যারা ব্যস্ত থাকে প্রিয় মানুষটির স্বপ্ন পূরণে তারপর এমন একদিন আসে যখন তারা নিজেদের জন্যই স্বপ্ন দেখতে ভুলে যায়___
আমি কোনো এক অদ্ভূত শক্তিতে ভর করেই বেঁচে আছি।আমি দিব্যি জানি বেঁচে থাকতে যেই জীবনীশক্তি আর স্বপ্ন দরকার তার শতভাগের একভাগও আমার নাই___
মাঝে মাঝে আমার চোখদুটো কোনো এক মন্ত্রবলে বন্ধ হয়ে আসতে চায় আমি এখন আমার চোখের সামনে একটা একটা করে স্বপ্ন জ্বলতে দেখি আমি আজো চিৎকার করে কাঁদি আমার একাকীত্ব আজো আমাকে তাচ্ছিল্য করে নিজেকে অনেক ক্লান্ত মনে হয়___
মনে হয় জীবনের কাছে বিধ্বস্ত এক পরাজিত সৈনিক নিজেকে নিজে মিথ্যে আশ্বাস দেই একদিন সব ঠিক হয়ে যাবে হঠাৎ কোনো একদিন একটা ম্যাজিক হবে কখনো কখনো মনে হয় যা কিছুকে আমি সুখ ভাবতাম তার সবকিছু ওই সময়টায় দাঁড়িয়ে আছে যেই সময়টায় আমি আর কখনো ফিরে যেতে পারবো না
অনেকদিন প্রিয় শহরটাকে দেখি না অনেকদিন হয়ে গেছে বাসায় যাই না ইদানিং সময়টা অনেক অনেক দীর্ঘ মনে হচ্ছে আমার মতো হয়ত কেউ নেই যারা অনিচ্ছা সত্ত্বেও নিজেদের প্রিয় শহর আর প্রিয় মানুষদের ছেড়ে অনেক দূরে থাকে কখনও কখনও মধ্যরাতে যখন পুরা শহর ঘুমিয়ে পড়ে তখন আমার মনে হয় কেউ একজন আলোটা জ্বালিয়ে দিক ঘুমন্ত শহরটা আরেকবার জেগে উঠুক আমার মতো করে এই ছোট্ট জীবনে নিজের কষ্টের বোঝাগুলো আমি আর বইতে পারছি না।দুঃখ শোক সব নাকি সময়ের সাথে সাথে মিলিয়ে যায় সময় নাকি সব ক্ষত পূরণ করে দেয় কিন্তু একেবারে কাছের মানুষ হারানোর শোক যে এতটা হতে পারে তা আমি বুঝতে পারিনিসত্যি বুঝতে পারিনি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.