![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কষ্ট গুলো কোথায় রাখি, জানো?
আমার শুণ্য মানিব্যাগে,
অসমাপ্ত গল্পের ছিড়ে ফেলা পাণ্ডুলিপিতে,
প্রিয় কোন গানের বাঁকে বাঁকে,
অবসরের কবিতায় কিংবা উপন্যাসের পাতায়।
আর তাই দেখে আমার দুঃখরা হাসে।
আমি লজ্জায় মুখ লুকাই!
অধোবদন হই!
ধেয়ে আসা চোখের জল আড়াল করতে
আমি আকাশ পানে তাকাই।
এক ফোটা বৃষ্টির আশায়।
©somewhere in net ltd.