![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুখের হাসি দেখেই ভেবেছ ,আছি আমি বড় সুখে।
কত ব্যাথা নিয়ে আছি যে বেঁচে ,কত জ্বালা এই বুকে।
বোঝাব তোমারে কেমনে আমি,বলিব কেমন করে?
তোমার জন্য হৃদ্বয়টা যে গুমরে কেঁদে মরে।
বিশ্বাস তুমি কর বা নাকর নেই তো তাতে ক্ষতি।
স্বর্গের সুখ করিতাম ত্যাগ,তুমি আমার হইতে যদি।
তুমি আমার প্রথম স্বপ্ন ,প্রথম কিছু চাওয়া।
অনেক ভালবেসেছি তাই হয়নি তোমায় পাওয়া।
দুঃখ নেইতো তাতে অথোরা, থেক তুমি চির সুখে।
দুঃখেও আমি হেসে যাব তোমার সুখটা দেখে।
নেশার মাঝে তোমায় খুজি যখন লাগে একা।
শুধু ধোঁয়া চোখে ভাসে,পাইনা তোমার দেখা।
তুমি আমার দুঃখ অথোরা,তুমি আমার ব্যাথা।
তুমি আমার হারিয়ে যাওয়া প্রথম প্রেমের শেষ পাতা,,,
©somewhere in net ltd.