![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীটা বড় জটিল, ভরা রহস্য জালে
কিঞ্চিত পরিমান গেছে জানা, বিবর্তনের কালে।
জলকনা, মৃত্তিকা, সুউচ্চ নীল আকাশে,
হাজারো বছরের মর্মকথা, রয়েছে বাতাসে।
জন্মিয়েছি হেথা পৃথিবীর বৃদ্ধ-ভাগে,
সহস্র মানব গেছে চলে আমারো আগে।
তাহাদের শেষ নি:শ্বাস এখনো এই বাতাসে মিশে,
তোমাতে আমাতে প্রবেশ করেনি সে গ্যারান্টি কিসে?
ছোট বড় আছেন যত, সকলেই একথা জানি,
এই বাতাসই বাচায়, একদিন করবে বেঈমানি।
অপরিপক্ব থেকে যেজন পরিপক্ব হতে পারে,
উজান স্রোতে পাল উড়ায় বাতাসে ভর করে।
অনেক ভাবিয়া শেষে মন আমার একথা কয়,
বাতাসের সখ্যতা বিনে মহেশ্বর কে পাবার নয়।
©somewhere in net ltd.