![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হঠাৎ হঠাৎ করে অনেক স্মৃতি মস্তিষ্কের সেলে কিলবিলিয়ে উঠে__
তোমার সাথে নগ্ন দুপুরের অসহ্য উত্তাপে হাটার স্মৃতি__
হুড ফেলা রিকশায় দমকা হাওয়া মিশ্রিত বৃষ্টিতে ভেজার স্মৃতি__
আর কোনো এক নির্জন বিকেলে___
ঊফ, প্রচন্ড যন্ত্রনা ; কেনো এমন হলো জানি না__
হয়তো বা তুমি ভালো থাকবে বলে___
ঐ রাতে আমি হয়েছিলাম স্বার্থপর___
তুমি কি সুখে আছো
তোমার দুফোঁটা নেত্র জ্বলের দাম হয়তো আমি
দিতে পারিনি __
তাই বলে কি এখনো আমায় ক্ষমা করতে পারোনি __
আমি ক্ষমাপ্রার্থী তোমার কাছে__
আমায় ক্ষমা করো.., মুক্তি দাও এই স্মৃতি যন্ত্রনা থেকে
©somewhere in net ltd.