![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দীর্ঘশ্বাসের কবিতা লিখতে আমি অনেক ভয় পাই ___
শুধু কিছু রক্তাক্ত কথা হৃদয়ের মাঝখান থেকে চেঁচিয়ে উঠে___
নিঃসৃত হয় কিছু গলিত স্মৃতি তাই ভয়ে আমি লিখিনা দীর্ঘশ্বাসের কবিতা__
মানব আর মানবীর হাজারো অনিদ্রা প্রহর আমি কেমন করে লিখে শেষ করবো___
আমি কি কি উপমা দিবো এ প্রবাহী সময়ের__
তাই তো কবিতা লিখি না__
মনের না জানা কত স্বপ্ন আজো হয়তো গুমরে গুমরে কেঁদে যাচ্ছে
হৃদয়ের অন্ধকারে কে যানে___
আমি কত অজানা স্বপ্ন খোঁজে বের করবো__
হয়তো খোঁজে চলেছে কেউ কেউ আজো
তার হারানো প্রেমিক বা প্রেমিকার শেষ রেখে যাওয়া চিহ্ন টুকু
আজো হয়তো হাসতে গিয়ে কখন যে লুকায়িত অশ্রুর
ক ফোঁটা এসে যায় অক্ষি বাহার কে যানে___
হয়তো অজানাই থেকে গেছে এমন অসংখ্য দীর্ঘশ্বাসের অপ্রকাশ্য কাব্য__
আমি কত গুলোই বা লিখবো তাই ভয়ে আমি লিখিনা দীর্ঘশ্বাসের কবিতা__
©somewhere in net ltd.