![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা ছিলো,
তোকে বুক কেটে আকাশ বানিয়ে দেবো;তোর একার।
অনন্ত,চিরস্থায়ী বর্ষনের চোখ থেকে খুলে
আনবো জ্বল জ্বল,শ্বেত তারা;আমার শিরায় টাঙানো।
মহাপ্রলয় পাড়ি দিয়ে,ধূর্ধর্ষ ডাকাত
হয়ে,মুঠোয় আনবো বনলতা সেন'র চুল থেকে
ঘোর অন্ধকার;লুফে নেবে বদ্ধ আকাশ।
আর বাকি থাকা অসমাপ্ত চাঁদ,বলেছিলি-
তোর প্রতিফলনে এঁকে দিবি
কথা ছিলো,
আজন্ম জোৎস্ন্যা ধরে এনে,তুই একা হবি মালিক।
সমস্ত আকাশ গুটিয়ে,ঠোঁটের নিঃশ্বাসে
বাঁচিয়ে রাখবি অসীম।
ইচ্ছের পক্ষ জেদ ধরলেই,তারা গুলি আঙুলে
নামিয়ে চোখ বরাবর রেখে দিবি।
মধ্য রাতে,আমার বুকের নিওন যন্ত্রনা গুলি
কালচে হয়ে এলে,তোর চোখ থেকে শ্রাবন ঢেলে ধুঁয়ে দিবি।
সমস্ত পৃথিবী'য় নিকষ আমাবস্যা নেমে এলেও,
তুই এক পায়ে দাড়িয়ে,দু'হাতে আকাশ টা বুকে এনে চাঁদ
হয়ে ঝুলে থাকবি,নিঃশ্বাসে নিঃশ্বাসে
ভালোবাসবি,কথা বলবি
কিন্তু হায়,
কথা গুলি পঁচে গেছে তোর অভিনয়ের সেলে।
আমার আকাশ ঠিক'ই গড়ে উঠেছে বুকের চামড়ায়,
কিন্তু তোর ছাদটা'ই কথা রাখেনি,,,,,
এখন আমার কবরের পাশে ছাদটা খালি পড়ে,
তোর মোহাসক্ত শরীর;বিশ্বাসঘাতক
চোখ গুলি কথা রাখেনি
©somewhere in net ltd.