নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সর্ম্পকে বিবরন দেওয়ার মত তেমন কিছু নেই।শুধু এটুকু বলতে পারি একজন ভাল মনের অধিকারী হিসেবে নিজেকে মনে করি এবং সেটা আজীবন থাকতে চাই>লেখালিখি কারো কাছে নেশা, আর কারো কাছে হয়তোবা পেশা।আর আমি লিখি নিতান্তই শখের বশে, শুধুমাত্র আমার জন্যে।কারণ,এই শব্দর

অশ্রু সিক্ত তোমার স্মৃতি

অশ্রু সিক্ত তোমার স্মৃতি › বিস্তারিত পোস্টঃ

জানি না এ পথের শেষ কোথায়

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৩

আমার অস্তিত্বের সাথে খুব গভীর ভাবে মিশে ছিলে বলেই তোমার এই না থাকা টা আমার কাছে অসহনীয় মনে হয়___
তুমি কোথাও আছো এই মিথ্যে স্বান্তনা টুকু নিয়েই রোজ বেঁচে থাকি__ নিজেকে এতো টা নিঃসঙ্গ মনে হয়নি কখনো তুমি চলে যাওয়ার পর থেকে আমার চারপাশ জুড়ে যেন এক নিদারুন নিঃসঙ্গতা নেমে এসেছে___
এক এক সন্ধ্যায় এই শহরের ফুট ওভারব্রীজে একা দাঁড়িয়ে থাকি__ নিঃশব্দে তাকিয়ে থাকি গতিবাহী যানবাহন গুলোর দিকে আর ভাবি জীবন একই নিয়মে বয়ে চলেছে___
তুমিই শুধু নেই এই গতিবাহী যানবাহন গুলোর যেমন নির্দিষ্ট একটা গন্তব্য আছে আমার জীবনেও তেমন একটা গন্তব্য খুঁজে দিয়ে গেছো তুমি___
জানি না এ পথের শেষ কোথায়। জানো এই শহরে আজো রোজ রোদ্দুর চুরি হয়__
বেনামী চিঠি আসে আমার ঠিকানায় ধোঁয়া ওঠা চা এর কাপের কার্নিশে ঠোঁট রাখি__
হঠাৎ করে ঝুম বৃষ্টি এসে আল্পনা এঁকে দিয়ে যায় অপজিট ফ্ল্যাটের দেয়ালে আমার ঝুল বারান্দায় মায়াময়ী জ্যোস্না এসে ভীড় করে___
রাতের শেষ ভাগে একটা বুক চাপা দীর্ঘশ্বাস বুকের পাঁজর ছিঁড়ে বেরিয়ে আসে তোমার নামে___
এইতো এভাবেই বেঁচে আছি আমার জীবনে তোমাকে কখনো আশা করিনি। হয়তো আমিই প্রথম তোমাকে ভুলে যাবো ভালো থেকো নীল নক্ষত্র নিভে যাওয়া টা ই যার নিয়তি ছিলো

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

বিজন রয় বলেছেন: সুন্দর লিখেছেন।

হদয় থেকে লেখা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.