![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশে আজ, মেঘ ভাসে না
বারিবাহে বৃষ্টিস্নাতের নেই সম্ভাবনা
বজ্রপাতের গর্জন বিজলির ঝিলিক,
হিড়িক তোড়ন, কানে আর বাজে না।
তুমি পাশে নেই তাই-
-
আমার বাগানে শত স্কন্ধী শাখা
মুকুল সম্ভার, ফুল হয়ে উঠে না
পুষ্পের নির্যাসে মৌ মৌ গন্ধে
সুরতিতে মন, গহনে ছুটে না।
তুমি পাশে নেই তাই-
-
আমার সরোবর পূর্ণতায় ছিল মোড়া
পুকুরভরা লাল, হলুদ, সাদা শাপলা
সাতরিয়ে সাতরিয়ে তুলতাম মনমতন
পুকরে নামি না, আজ একলা।
তুমি পাশে নেই তাই-
-
আমার সকাল হয় না, আর বিকাল
তুমি ছাড়া নেই, মনেতে অবনীর কেউ
গোধূলী লগ্নে মৃদু সমীরণে হয় না ঘোরা
নদীধারে বসে হয় না দেখা, নীল ঢেউ।
তুমি পাশে নেই তাই-
©somewhere in net ltd.