নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সর্ম্পকে বিবরন দেওয়ার মত তেমন কিছু নেই।শুধু এটুকু বলতে পারি একজন ভাল মনের অধিকারী হিসেবে নিজেকে মনে করি এবং সেটা আজীবন থাকতে চাই>লেখালিখি কারো কাছে নেশা, আর কারো কাছে হয়তোবা পেশা।আর আমি লিখি নিতান্তই শখের বশে, শুধুমাত্র আমার জন্যে।কারণ,এই শব্দর

অশ্রু সিক্ত তোমার স্মৃতি

অশ্রু সিক্ত তোমার স্মৃতি › বিস্তারিত পোস্টঃ

গোধুলী বেলাটা হারিয়ে গেল

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৫

জীবনের গোধুলী বেলাটা হারিয়ে গেল গোধুলীটা একটু বেশি ক্ষণস্থায়ী তাই বুঝি এতোটা মায়াময়___
সন্ধ্যা নেমে এসেছে পুষে রাখা লাল নীল সোনালী স্বপ্ন গুলোর সবটাই এখন কালো অন্ধকার গ্রাস করে নিয়েছে___
অমাবস্যাতিথির ঘুটঘুটে কালো অন্ধকার মিটি মিটি তারা গুলো আচ্ছাদিত করে আছে একরাশ গুমোট মেঘ___
যে মেঘ চোখে দেখা যায় না শুধু অনুভব করা যায় বৃষ্টি নামবে বুঝি
বৃষ্টি নেমেছে___
সে বৃষ্টি ধুয়ে দিচ্ছে স্মৃতি আচ্ছাদিত করে রাখা ময়লা গুলো___
বৃষ্টির প্রতিটা ফোঁটায় জীবন্ত হয়ে উঠছে সে সব স্মৃতি জেগে থাকা পূর্ণিমা কিছু আব্দার কিছু ভালবাসা কিছু হাসি কিছু রাগ কিছু অভিমান__
স্মৃতি হয়ে স্মৃতির পাতায় বেঁচে থাকো গোধুলী আবার একটু একটু করে ধুলো জমবে ঝাপসা হয়ে যাবে স্মৃতি গুলো___
আবার একদিন বৃষ্টি নামবে বৃষ্টির প্রতিটা ফোঁটায় জীবন্ত হয়ে উঠবে সে সব স্মৃতি__

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.