![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইচ্ছে গুলো ছোট,
তবুও,ইচ্ছে গুলো অপূর্ণ রয়ে গেছে।
অপূর্ণতা আজ ব্যার্থতায় রূপ নিয়েছে।
ছোট ছোট ইচ্ছে গুলোয় আজ জীবন জুড়ে গেছে।
তবুও,আজ পুরটা জীবন জুড়ে সুধু একটাই চাওয়া...
তুমি ময় জীবনটা কে ফিরে পাওয়া...
"শূন্যতা তোমায় না পেয়ে
পূর্ণতা আজ তোমায় ফিরে পেয়ে"
রংহীন জীবনটা আজ তোমার দেয়া আলোয়
-রংধনুর সাত রং ফিরে পাওয়া।
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩১
দৃষ্টিসীমানা বলেছেন: বাহ , চমৎকার লিখেছেন
।