![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অস্তিত্বহীন সত্তানামা
একটি অস্তিত্বহীন সত্তা বিরামহীন করছে ছোটাছুটি
একপ্রান্ত থেকে অন্য।
এক হাতে তার ধ্রুব সদ্য কাটা লাল রক্তের দাগ দুটি
শত্রু হননের জন্য।
একলা নয় সে, আরও কিছু অস্তিত্বহীন সত্তা চারদিকে
দিচ্ছে বেশ বিনোদন।
আমার কাছে কিছু অতি দুর্বোধ্য শ হাজার লাইন লিখে
আনে ছদ্মবেশী কজন।
পরিচয় এখন তাদের নানান, জলদস্যু একটা তার।
করে নাকি ক্ষতি সাধন।
তৃতীয় বিশ্বের সদস্য তাদের দিয়ে রাখে আশার ভার।
বুর্জোয়ার অরণ্যে রোদন।
সত্তা হতে পারে অস্তিত্বহীন, তবুও মিশে যায় অস্তিত্বে।
বাস্তব যদিও নয়।
পরাবাস্তবের নেশাখোর সত্যের মতই বিশ্বাস করে মিথ্যে।
মিথ্যাই বড় ভয়।
©somewhere in net ltd.