নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সর্ম্পকে বিবরন দেওয়ার মত তেমন কিছু নেই।শুধু এটুকু বলতে পারি একজন ভাল মনের অধিকারী হিসেবে নিজেকে মনে করি এবং সেটা আজীবন থাকতে চাই>লেখালিখি কারো কাছে নেশা, আর কারো কাছে হয়তোবা পেশা।আর আমি লিখি নিতান্তই শখের বশে, শুধুমাত্র আমার জন্যে।কারণ,এই শব্দর

অশ্রু সিক্ত তোমার স্মৃতি

অশ্রু সিক্ত তোমার স্মৃতি › বিস্তারিত পোস্টঃ

একটি অস্তিত্বহীন সত্তা

১৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

অস্তিত্বহীন সত্তানামা

একটি অস্তিত্বহীন সত্তা বিরামহীন করছে ছোটাছুটি
একপ্রান্ত থেকে অন্য।
এক হাতে তার ধ্রুব সদ্য কাটা লাল রক্তের দাগ দুটি
শত্রু হননের জন্য।

একলা নয় সে, আরও কিছু অস্তিত্বহীন সত্তা চারদিকে
দিচ্ছে বেশ বিনোদন।
আমার কাছে কিছু অতি দুর্বোধ্য শ হাজার লাইন লিখে
আনে ছদ্মবেশী কজন।

পরিচয় এখন তাদের নানান, জলদস্যু একটা তার।
করে নাকি ক্ষতি সাধন।
তৃতীয় বিশ্বের সদস্য তাদের দিয়ে রাখে আশার ভার।
বুর্জোয়ার অরণ্যে রোদন।

সত্তা হতে পারে অস্তিত্বহীন, তবুও মিশে যায় অস্তিত্বে।
বাস্তব যদিও নয়।
পরাবাস্তবের নেশাখোর সত্যের মতই বিশ্বাস করে মিথ্যে।
মিথ্যাই বড় ভয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.