![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারটি দেয়ালের মাঝে একাকীত্বের খেলায় মগ্ন আমি__
অন্ধকার করেছে আচ্ছন্ন তারই মাঝে একা আমি__
নীরবে শুনছি শুধুই নিজের হৃদস্পন্দনের গতি__
চারদিক ছুটছি শুধু একটু খানি আলোর হাতছানি__
তোমার প্রতীক্ষায় আজও আমার মৃত্যু হয___
অস্থিরতার মাঝে রাতের পর রাত____
শেষমেশ সব হারানোর প্রহরে চিরতরে হারিয়ে গেলে তুমি__
চোখের পাতায় আজও তোমার সেই হারিয়ে যাওয়া আজও আমার মৃত্যু হয়______
©somewhere in net ltd.