![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের সব লেন দেন ফুরিয়ে ছিলো
সব উচ্ছ্বাসের শেষে--
স্বপ্নরা পেয়েছিলো সন্ধান
এক মুঠো হতাশা, অন্ধকার অথবা শান্তির খোঁজ!
যে পথটা নীলিয়ে ছিলো নীলিমায়'
এঁকে ছিলো রংধনু চির বসন্তে,
আবীর মাখা দিন গুলোকে বিষিয়ে ছিলাম বারুদের গন্ধে!
অথবা নীলের দেশে নিরাপত্তা হীন আমি
ও আমার প্রিয়ো কালো ধোঁয়া, স্নিগ্ধ আকাশে - বাতাসে!
অতীতে চেয়েছিলাম তোকে
তুই অর্থাৎ!
দীর্ঘ শান্তি, সীমাহীন অনুভূতি
আর যে বিশ্বাস টা কোনোদিন ফিকে হওয়ার ছিলোনা,
সেখানে আঁচর কাটতে পারেনি সুস্বাদু কোনো সন্দেহ--
তুই অর্থাৎ!
আমার বিস্ময়ের পৃথিবী
আমার কামনার সাম্রাজ্য
কিছু অ-মলীন ছুঁয়ে থাকা দৃষ্টি
কোনো অর্থহীন উন্মাদনা--
যা কেবল আমার ব্যার্থতার ইতিহাসকে করেছে প্রসারিত ও সুসংহত'
অথচ সেই দিন গুলোই ছিলো ভালো!
কিন্তু ছিঁড়ে ফেলতে চাওয়া স্মৃতি গুলো --
আমার প্রকৃতিতে মিশিয়েছে পেট্রলের গন্ধ
আমার অক্সিজেনে অনিশ্চিয়তার নিশ্চিত বাতাবরণ!
আমি লড়াই করেছি দু:ভাবনার সঙ্গে
আমি লড়াই করেছি মিথ্যা - কলুসিত আপোষের সঙ্গে'
আজ আমার মাটিতে বিকলাঙ্গের চিৎকার!
আমি সন্ধি করেছি আমার-ই সাথে
অতীতের স্বপ্নকে, দু:স্বপ্ন হতে দেখেও
আমি সে গুলোকে আঁকড়ে ধরেছি বেঁচে থাকার প্রয়োজনে!
আমার অ-বাধ্যতা সব সীমানা লংঘন করেছে'
আমি মুক্ত, আরো স্বাধীন হতে চেয়েছি
ক্লান্তি কখনো আমাকে গ্রাস করেনি
কারন আমি অস্ত্রহীন যোদ্ধা!
আমি পরাজিত হয়েছি,
শুধু নিজের গলায় জয়ের মালা টুকু পরার তাগিদে--
আমি বিজয় রথের চাকা ভাঁঙা এক সম্রাট
আমার বিজয় পতাকা পুঁড়িয়ে ফেলার আমি টাকে কবেই হত্যা করেছি,
আমি শান্তি পেয়েছি!
তাই অন্ধকার আমার প্রিয়
রাত্রি আমার প্রেমিকা
মরিচিকা আমার তৃষ্ণা
আর বিভিষীকা আমার স্বপ্ন!
আমার প্রিয়তমা একটু একটু করে কালিমা মাখতে মাখতে,
ঘন আম্যাবস্যার রাতের মতো নগ্নতা বিক্রির নেশায় মেতে উঠেছে--
আমি বিশ্বাস করেছি কালোকে
আমি সম্মান করেছি কালোকে
তার পায়ে অর্পন করেছি আমার অঞ্জলী
আমি শান্তি পেয়েছি!
শান্তি!
পার্থিব ইতিহাসে ঐ শব্দটার
কোনো চিরন্তন রূপরেখা নিছকই কল্পনা--
পৃথিবীর সব সৌন্দর্য্য যেখানে ম্লান হয়ে যায়,
জীবনের সব চাওয়া পাওয়া যেখানে ভ্রান্ত বলে মনে হয়'
সেই কালো রঙের প্রতিটা সত্ত্বাকে আমি খুঁটে খেয়েছি--
কিন্তু সেখানেও শান্তি নেই!
সময় পরিবর্তন করে মানসিকতা'
চেতনাকে উদভাষিত করে তার ব্যপকতা--
কিন্তু প্রেম খুঁজে যায় যা সুন্দর - যা প্রকৃতি
কল্পনার রং লাল!
মনকে কারারুদ্ধ করার ক্ষমতা সময়ের নেই
অন্তত যতদিন বেঁচে থাকবে ছলনা ময়ীর দৃষ্টি--
সৃষ্টির নেশায় ততদিন ঝড়ে পড়বেই বৃষ্টি!
তাই আমিও ছুঁয়ে দেখেছি
তোমার শরীরের সমস্ত সবুজ--
কামনায় রাঙিয়ে দিয়েছি তোমার ঠোঁট
শোষন করেছি তোমার নিটোল বুকের নীল'
তোমার চোখের তীখ্ণতা আমার সর্বাঙ্গে পেড়েক
পুঁতেছে--
আমার সমস্ত সত্ত্বাকে প্রেরন করেছি তোমার জরায়ুর অতল গহ্বরে,
যা শুধুই অন্ধকার'
শুধুই কালো!
সেখানেও শান্তি নেই!!
©somewhere in net ltd.