নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সর্ম্পকে বিবরন দেওয়ার মত তেমন কিছু নেই।শুধু এটুকু বলতে পারি একজন ভাল মনের অধিকারী হিসেবে নিজেকে মনে করি এবং সেটা আজীবন থাকতে চাই>লেখালিখি কারো কাছে নেশা, আর কারো কাছে হয়তোবা পেশা।আর আমি লিখি নিতান্তই শখের বশে, শুধুমাত্র আমার জন্যে।কারণ,এই শব্দর

অশ্রু সিক্ত তোমার স্মৃতি

অশ্রু সিক্ত তোমার স্মৃতি › বিস্তারিত পোস্টঃ

শূর্ণতার দেয়াল আজও পূর্ণ করতে পারি নি

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১০

কিছু মানুষ ঘুমায় না শেষ রাতের কালচে অন্ধকারেও তাদের দুই প্রান্তের দুটি চোখের পাতা এক হয় না___
ঘুমিয়ে কী হবে মানুষ তো বাঁচে স্বপ্ন পূরণের লক্ষে ___
ঘুমের রাজ্যে সে যে স্বপ্ন দেখে সেগুলোর কখনো বাস্তবে দেখা মেলে না__
৩ সেকেন্ডের ঐ ধূসর স্বপ্নগুলোর কোনো অর্থ হয় না__
দিন গুলো হারিয়ে ফেলেছি হারিয়ে ফেলেছি শেষ কথা গুলো___
অপূর্ণতার মধ্যে আজ ডুবে থাকি চার দিকের হাহাকার আজ আমার চির চেনা সুর__
বিচলিত করে না বন্ধুদের দেওয়া উপহাস অনেক টা স্বার্থ পর হয়ে গেছি__ নিঃস্বার্থ ভাবে শুধু তোমাকেই ভালবেসে ছিলাম___
শব্দ গুলো বুকের ব্যাথাটাকে তীব্র করে দেয় শরীর ভারী হয়ে যায় মনে হয় ভেতরে কেও আগুন ধরিয়ে দিয়েছে___
হার্টের পালস কমে যায় ব্লক হওয়া হার্টের আর কী হতে পারে__
সিগারেটের ধোয়া গুলো আজ তোমার নামেই উৎসর্গ করে দেই__
ব্রেইনের সেল গুলো আজ কাজ করে না কেমন জানি সব কিছু ভুলে যায়_ মনে থাকে না নিজেকে গোছানোর কথা নিজেকে কার জন্য গোছাবো__
ইশ্বর যেন আমাকে নিয়ে তার হাতের পুতুলের মতো নাচাচ্ছে আমাকে__
ইশ্বরকে প্রচুর বিশ্বাস করি প্রার্থনা করি যেন সুখে থাকো কী হবে আর বেঁচে থেকে____
কী ভাবে বাঁচবো আমি নিশ্বাসটাও যে নিতে পারি না অক্সিজেন আর ঔষধ দিয়ে ভরে দিয়েছে আমার চার পাশটা___
তোমাকে হারানোর পর আর কোনো দিবস পালন হয় না দিবস গুলো এলেই মনে হয় কে যেন এই বুকে সুচ দিয়ে রক্তাক্ত করছে___
রক্ত গুলো কাশির সাথে বের হয় কাশি যেন গোটা শরীর কে আগুনের মতো উত্তাপ করে দেয়__
মনে হয় এই বুঝি প্রাণ ভ্রমর উরে যাবে মিথ্যে খাঁচার দেহ ছেড়ে__
আজ কাল ঘুমের ঔষধ না খেলে ঘুমাতেও পারি না কত রাত ঘুম বিহীন কাটিয়েছি তার হিসেব জানি না____
জানা নেই ডায়রীর কত পাতায় নিজের হাতের রক্ত দিয়ে লিখে পুরে ফেলিছি হাতের কাটা দাগ গুলো যেন তারি প্রতিচ্ছবি বহন করে___
শূর্ণতার দেয়াল আজও পূর্ণ করতে পারি নি _____

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.