![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একাকি নিঃসঙ্গ ফ্রাসট্রেটেড জীবনে হয়তো মানুষ সারাদিন এটা ওটা করে কাটিয়ে দেয়,
কিন্তু রাতগুলো কাটাতে পারে না। এই রাতে মানুষগুলোর কেউ কেউ হয়তো ছাদে ওঠে, ছাদের রেলিংয়ে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে হু হু করে কাঁদে।
কিংবা, কখনও চিৎকার করে কাঁদে।
চোখ ভেঙ্গে কান্না আসে। সে কান্নার সাথে সাথে ভেসে আসে পুরানো সব মলিন স্মৃতি। কিছু কিছু মানুষ আবার শব্দ করে কাঁদে না।
ওদের কান্নাটা শব্দহীন।তারা কাঁদে নিঃশব্দে।
অনেক সময় কান্না করে চোখে পানি না এনে। কি অদ্ভুত.....
ওদের কান্নাটা চোখে হয় না।
কান্না টা হয় মনে.....
©somewhere in net ltd.