নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সর্ম্পকে বিবরন দেওয়ার মত তেমন কিছু নেই।শুধু এটুকু বলতে পারি একজন ভাল মনের অধিকারী হিসেবে নিজেকে মনে করি এবং সেটা আজীবন থাকতে চাই>লেখালিখি কারো কাছে নেশা, আর কারো কাছে হয়তোবা পেশা।আর আমি লিখি নিতান্তই শখের বশে, শুধুমাত্র আমার জন্যে।কারণ,এই শব্দর

অশ্রু সিক্ত তোমার স্মৃতি

অশ্রু সিক্ত তোমার স্মৃতি › বিস্তারিত পোস্টঃ

কান্নাটা শব্দহীন

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৪

একাকি নিঃসঙ্গ ফ্রাসট্রেটেড জীবনে হয়তো মানুষ সারাদিন এটা ওটা করে কাটিয়ে দেয়,
কিন্তু রাতগুলো কাটাতে পারে না। এই রাতে মানুষগুলোর কেউ কেউ হয়তো ছাদে ওঠে, ছাদের রেলিংয়ে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে হু হু করে কাঁদে।
কিংবা, কখনও চিৎকার করে কাঁদে।
চোখ ভেঙ্গে কান্না আসে। সে কান্নার সাথে সাথে ভেসে আসে পুরানো সব মলিন স্মৃতি। কিছু কিছু মানুষ আবার শব্দ করে কাঁদে না।
ওদের কান্নাটা শব্দহীন।তারা কাঁদে নিঃশব্দে।
অনেক সময় কান্না করে চোখে পানি না এনে। কি অদ্ভুত.....
ওদের কান্নাটা চোখে হয় না।
কান্না টা হয় মনে.....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.