![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখনি মেঘ দেখে ইচ্ছে জাগে একটু ছুঁয়ে দেখি__
হারিয়ে যাই মেঘের বুকে নিজের অস্তিত্ব দেই বিলিয়ে___
ঠিক তখনি কোন অদৃশ্য নাটাইয়ের টানে ফিরতে হয় বন্দীশালায়__
জীবনটা হয়তো এমনই___
যার নিঃশ্বাস সূর্যের প্রখরতার জানান দেয় যার রাত নীরব স্বাক্ষী হয় অশ্রুকণার____
যার বাতাস উড়িয়ে বেড়ায় অস্পৃশ্য দীর্ঘশ্বাস____
যার অনুভব কেবলই শূণ্যতার, আকুতি পূর্ণতার জীবনটা হয়তো এমনই__
যার শুভ্রতার পিঠে প্রতিনিয়ত হয় চাবুকের হোলিখেলা____
সবুজের ঝোপে লুকিয়ে থাকে হিংস্র পশুর রক্তচক্ষু___
নির্ঘুম চোখের ওপাশে গুমড়ে মরে শব্দহীন ভাষার বেদনা.....
জীবনটা হয়তো এমনই যার নিঃশ্বাস সূর্যের প্রখরতার জানান দেয়__
যার রাত নীরব স্বাক্ষী হয় অশ্রুকণার____
যার বাতাস উড়িয়ে বেড়ায় অস্পৃশ্য দীর্ঘশ্বাস যার অনুভব কেবলই শূণ্যতার আকুতি পূর্ণতার___
জীবনটা হয়তো এমনই___
©somewhere in net ltd.