![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জানিনা এই মুহূর্তে ঠিক কতোটুকু দূরে আছি__
কিন্তু কখনও কখনও এ দূরত্বটুকু ভালো লাগে_______
যখন কারেন্ট চলে যায় তখন অন্ধকারের মধ্যে হঠাৎ একটা একাকী দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোষ্টের আলো দেখলে যেরকম ভালো লাগে___
আমারও ঠিক সেইরকম ভালো লাগে___
মাঝে মাঝে এও ভাবি যে ল্যাম্পপোষ্ট হয়ে জন্মালে কিন্তু মন্দ হতো না__ দাঁড়িয়ে থেকেই দিব্যি সারাজীবন পার করে দিতাম____
চৌরাস্তার উচু ল্যাম্পপোষ্ট ছাড়িয়ে নিঃশ্বাস নিয়ে একটু দাঁড়িয়ে চারিপাশে বিমূর্ত রেখায় আমি ভবঘুরে ঝড়___
তোমাদের খুব কাছে ছায়া হয়ে যাই তোমাদের ভালোবাসা___
অনেক সময় এমন হয় যে কিছু কথা বলতে খুব ইচ্ছে করে কিন্তু বলার মতো মানুষ থাকেনা___
চারিপাশে এতো জনগন অথচ আমি আমার কথাগুলো এদের কাউকে বলতে পারছিনা এটা ভেবে তখন খুব অবাক লাগে___
কেন যে পারছিনা সেটাও নিজের কাছে পরিস্কার হয়না__
কেমন যেন ঝাপসা ঝাপসা লাগে হয়তো একদিন এসময়টা চলে যাবে আস্তে আস্তে সব কিছু পরিস্কার হতে শুরু করবে অথবা করবেনা___
তবুও এসব ভাবতে ভালো লাগে____
ইদানিং কেন যেন খুব ক্লান্ত লাগে যেটাই দেখি সেটাতেই ক্লান্তি চলে আসে__ তবুও ছোট ছোট স্বপ্নগুলোকে জোড়াতালি দিয়ে বড় করার চেষ্টা করি___ করতে করতে একটা সময় নিজের কাছে নিজেই পরাজিত হই___
শীতের দিনে শুকনো পাতায় পা দিলে পাতাগুলো যেমন মড়মড় করে ভেঙে যায়___
আমার স্বপ্নগুলো ঠিক তেমন মড়মড় আওয়াজ করেই ভেঙে যায়___
দীর্ঘশ্বাস তোমার রুক্ষ দেয়াল ছুঁয়ে বিবর্ণ রাত্রি কাটে বির্মুত সময়ে__
প্রার্থনা তোমার হারিয়ে যায় অন্ধকারে স্তব্ধ এ বদ্ধ ঘরে অস্পষ্ট স্বরে__
নিঃসঙ্গ একা আমি ক্লান্ত জীর্ণ তুমি অন্ধ দেয়াল জুড়ে দুঃস্বপ্ন আছড়ে পড়ে___
মাঝে মাঝে জীবনটাকে অংকের মতো লাগে অংকে যেমন একটা সমীকরনের ব্যাপার আছে__
হয়তো জীবনটাও অনেকটা ওরকম মাঝে মাঝে কিছু জটিল সমীকরনের মধ্যে পড়ে যেতে হয়__
ক্রমেই সে জিনিসগুলো জটিল থেকে জটিলতর হয় হতেই থাকে হতেই থাকে একটা সময় থমকে যায় কখনো সেটার সমাধান হয় কখন হয়না__
©somewhere in net ltd.