![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই সারাটা বছর গেল।হিসেবের খাতা খুলতে ভালো লাগে না।খুলে বসলেই হাজার না পাওয়া।আবার কিছু কিছু অমূল্য জিনিস পাওয়া।যা কিছু প্রাপ্তি তাই কাছে থাকুক।না পাওয়াগুলো দূরে।এই পৃথিবীতে কোন মানুষ ই সব দিক থেকে পরিপূর্ণ নয়।সব কিছু পেতেই হবে,,,এমন ও কথা নেই।কিছু জিনিস না পাওয়াতেই আনন্দ।না থাকা মানে যেন অধিক কিছু জুড়ে থাকা তেমন।পৃথিবীতে যেমন মানুষের নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতম আচরণে যেমন দু:খ হয়।ব্যথা লাগে,,তেমন কারো ভালোবাসাময় স্নেহের আদরে নিজেকে সুখী ভাবার ও অযুত কোটি কারন বিদ্যমান।
বিচ্ছিন্ন জিনিস বাদ দিয়ে সুখ গুলো জড়ো করি।
দু:খ সকল দূরে থাক।
সুখের একটু যত্ন নেয়া চাই,এ বড় পালাই পালাই করে গো!!
আমি খুব নিজের ই মতন।কারো মত হতে আমি কখনো চাই না।প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেব কষতে না চাইলেও হয়ে যায়। কি আজব মন!!
কত লোকের কত কথাই মনে দাগ কেটে দেয়।কত কথা মনে থেকে যায়। কত কিছু যে ভুলে যাই তাত ইয়াত্তা নেই।
দুখের দাগ গুলো কেন জানি রয়ে যায়, ভুলে যেতে চাইলেই পারা যায় না।সুখ ধুয়ে মুছে চলে যায়, যেখান মন খারাপের সহস্র কারন গুলোকে এক কেজি সার্ফ এক্সেলে রগড়ে ধুয়েও এক দিনের জন্য বাপের বাড়ি পাঠানো যায় না।
এ বছর সরকার আমিন স্যারের একটা বই বেরিয়েছে।পড়া হয় নি।শিরোনামেই প্রাণ।। শিরোনাম টি হলো,,,,,,"ইস্ত্রি করা জীবন আমার ভাল্লাগে না"।
অসাধারণ এক শিরোনাম!!কতবার যে মনে হয় এ কথা।কতবার ভাবি,কি চমৎকার শিরোনাম!! মনের অনুভূতি টা যেন কেড়ে নেয়া,,,,
প্লিজ! আর কেউ বলো না,,,,কারো মত হতে,এটা হতে,ওটা হও!!অসহ্য বোধ হয়।আমি নিজে যা,,যা হতে চাই,,তা নিজের জোরে বা যোগ্যতায় হতে হব।।
কোন অমানুষের অতৃপ্ত মনে কখনো যেন ভুলেও উচ্চারিত না হয়,,,"আমি ছাড়া গতি নেই"বাক্য টি। সৃষ্টিকর্তা ছাড়া এ বলার ক্ষমতা কারো নেই।
যারা আমাকে ভালোবাসে,,,তাদের ই অধিকার আছে,আমার সাথে রাগ করার,অভিমান করার,,তাদের কেই আমি আমাকে শাসন করার অধিকার দিয়েছি।যারা ভালোবাসতেও স্বার্থ খোঁজে, তারা তাদের মূল্যহীন মিথ্যা রাগ অভিমান নিয়ে ভুলেও যেন আমার সামনে এসে না দাড়াও!!!
সহস্র মাইল দূরেই থাকুক।কাছে আসার চেষ্টা ও যেন না করে তারা।
কারো একশ দোষ থেকে একটা গুন ও যদি খুঁজে বের করা যায়, তাহলেই সে মানুষ। আর যদি তাও না পাওয়া যায়,,,,, তাহলে তাকে কি আর মানুষ বলা যায়?!! মিথ্যে ভালোমানুষি নিয়ে তারাও আমার কাছে যেন না ভেড়ে। আত্মাটা অন্তত মানুষের হউক,,,,,,
আমি খুব সাধারন একজন। দোষে গুনে মিলেই মানুষ হয়।কখনো হয়তো কাওকে মনে কষ্ট দিয়ে ফেলেছি,,হতেই পারে।।নিজ গুনে তারা ক্ষমা করো আমায়,, সৃষ্টিকর্তা অত্যন্ত ক্ষমাশীল এই ভেবে। পৃথিবীর এতো কঠিন নিয়ম,কঠোরতা, চোখ রাঙানো আমার এখন অসহ্য লাগে।বৃষ্টি, জল,জোছনা,,ভালো লাগে।কাছের প্রিয়জনেরা ভালো থাকলে, সুখে থাকলে শান্তি পাই।।প্রিয় মানুষদের না হারিয়ে বেচে থাকতে চাই।সাথে রাখতে চাই প্রিয় সেই শিরোনাম,,,,,,,,,
"ইস্ত্রি করা জীবন আমার ভাল্লাগে না
©somewhere in net ltd.