নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সর্ম্পকে বিবরন দেওয়ার মত তেমন কিছু নেই।শুধু এটুকু বলতে পারি একজন ভাল মনের অধিকারী হিসেবে নিজেকে মনে করি এবং সেটা আজীবন থাকতে চাই>লেখালিখি কারো কাছে নেশা, আর কারো কাছে হয়তোবা পেশা।আর আমি লিখি নিতান্তই শখের বশে, শুধুমাত্র আমার জন্যে।কারণ,এই শব্দর

অশ্রু সিক্ত তোমার স্মৃতি

অশ্রু সিক্ত তোমার স্মৃতি › বিস্তারিত পোস্টঃ

ছায়াহীন প্রখর

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০০

স্মৃতির জালে আবছা ধূসর রং ধরেছে____
নিজের এককী ছায়াটা দেখিনি বহুদিন_____
ছায়াহীন প্রখর মধ্যাহ্ন পার হয়ে একটু একটু এগিয়ে চলা____
কোমল সন্ধ্যা l মিলেছে মধ্যরাতে গভীর নিশিথে_____
সময়ের কাটাটাওতো অনেক ঘুরেছি তবুও তো ক্লান্ত হই না___
রুক্ষ শুষ্ক কঠিন দিন আনন্দ-হাসির দিন বড় অসহ্য কষ্টের দিন__
পাথর চাপা অনেক অনেক কান্নার দিন অনেক অনেক রাত___
জীবন কেবলই স্রোতের পথে স্রোতের টানে জোয়ার ভাটায় ভেসে যাওয়া__
প্রতিটি দিন প্রতিটি রাত স্বপ্নকাঁথায় বর্ণিল সুতায় দুঃখের নকশা আঁকা__
জীবন সীমান্তে প্রহরী অষ্টপ্রহর___
তবুও তো স্বপ্নের সীমানা নেই কোনো প্রহরীর শ্যেণদৃষ্টি নেই কোথাও__
চার বেহারার পালকিতে কফিনের পেরেক ঠুকে ত্রিতাল তালে জীবন চলে তার শেষ সীমানায়______

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.