নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সর্ম্পকে বিবরন দেওয়ার মত তেমন কিছু নেই।শুধু এটুকু বলতে পারি একজন ভাল মনের অধিকারী হিসেবে নিজেকে মনে করি এবং সেটা আজীবন থাকতে চাই>লেখালিখি কারো কাছে নেশা, আর কারো কাছে হয়তোবা পেশা।আর আমি লিখি নিতান্তই শখের বশে, শুধুমাত্র আমার জন্যে।কারণ,এই শব্দর

অশ্রু সিক্ত তোমার স্মৃতি

অশ্রু সিক্ত তোমার স্মৃতি › বিস্তারিত পোস্টঃ

আমার প্রিথিবিটা অন্ধকার

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৩

ভালবাসার রং গুলো হঠাৎ করে পাল্টে যায়. এমনকি ভালবাসার প্রিয় মানুষটিও___
বদলে যাওয়া রং কখনো গাড় হয় কখনো বা ধূসর হয়ে বড্ড অচেনা মনে হয়____
মন নামক জাদুঘরটায় রংগুলো পাল্টে যায় অনেকগুলো স্মৃতি এসে জমা হতে থাকে___
কিছু স্মৃতির রং চেনা মনে হয় আবার কিছু রং চিনতে চিনতে সময় ফুরিয়ে যায়___
সবগুলো রং সব সময় প্রিয় হয়না কিছু রং যখন হৃদয় ছুঁয়ে যায় তখন মনের মাঝের জমে থাকা অনুভূতিগুলো অন্য রকম হয়ে যায়___
প্রিয় রংগুলোকে সব সময় জাদুঘরটায় ছড়িয়ে দিতে ইচ্ছে করে___
কিন্তু ছড়িয়ে দেওয়ার আগেই অন্য রংগুলো এসে ঠিকই পাল্টে দেয়___
ভালবাসার মানুষগুলোও অনেকটা রংয়ের মত___
সব সময় একই থাকে না এক সময় ঠিকই পাল্টে যায় সময়ের সাথে সাথে_
কিন্তু মন নামক জাদুঘরটায়___
ঠিকই ভালবাসাগুলো রঙ্গীন কল্পনায় এঁকে অপেক্ষায় থাকে প্রিয় মানুষটি
সে আসবে বলে আলতো রং ছুঁয়ে দিবে বলে__
মানুষের জীবনে কিছু কিছু ছায়া থাকে যার মায়ার গভীরতা এতই বিশাল যে সেই ছায়া পেড়িয়ে বাইরে বের হওয়া অসম্ভব___
এমনই এক মায়াবী ছায়াবৃত্তের অন্তরালে আমি বন্দী যেখানে আপন স্বাধীনতা খুঁজে পাওয়া দুষ্কর___
যত দূরেই যাই ছায়াবৃত্ত মাঝেই বারবার ফিরে আসি___
কখনো বলবোনা যে আমার মাথার উপরের ছায়াটা কালো অথবা ধুসর___

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.