![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নামহীন সম্পর্ক গুলো শুধু অস্তিত্বের আগুনে দাউ দাউ করে জ্বলে___
এক সময় দপ্ করে নিভে যায়___
জীবনের অনেক কিছু স্মৃতির এলবামে জমা হয়ে আছে__
সাদা পাতায় ঝাপসা হরফে লেখা হয়ে আছে অজস্র ব্যথা___
সেই স্মৃতির মিছিলে মাঝে মাঝেই হারিয়ে যাই নিজেরই অজান্তে খুঁজে বেড়াই পুরান দিনের কথা__
বেদনার কথা আনন্দের কথা বরফের মতো জমাট বেঁধে আছে আমার সমস্ত অতীত__
জীবনের কিছু মুহূর্ত স্থির হয়ে আছে সিনেমার স্থির দৃশ্যের মতো___
নড়ে না জোনাকির মতো জ্বল জ্বল করে ওঠে কাঁদায় এমনি কিছু স্মৃতির জন্য প্রতিনিয়ত কাঁদায় কোণ দিয়ে অশ্রু মুছে ফেলি__
©somewhere in net ltd.