নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সর্ম্পকে বিবরন দেওয়ার মত তেমন কিছু নেই।শুধু এটুকু বলতে পারি একজন ভাল মনের অধিকারী হিসেবে নিজেকে মনে করি এবং সেটা আজীবন থাকতে চাই>লেখালিখি কারো কাছে নেশা, আর কারো কাছে হয়তোবা পেশা।আর আমি লিখি নিতান্তই শখের বশে, শুধুমাত্র আমার জন্যে।কারণ,এই শব্দর

অশ্রু সিক্ত তোমার স্মৃতি

অশ্রু সিক্ত তোমার স্মৃতি › বিস্তারিত পোস্টঃ

শূন্যতার পৃথিবী

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫২





পৃথিবী একদিন বাঁধবে ঘর শূন্যতার সাথে
রক্তের কোন বাধন থাকবেনা ।
বাতাসে ভেসে বেড়াবে কিছু ছায়া
... সমতল ভুমি গুলোতে শুধু কবরের চিহ্ন
শিশু কাদবেনা মায়ের টানে
শূন্যতার অহঙ্কারে পৃথিবী কাদবে হাও মাউ করে
কবরের ভিতর কঙ্কাল গুলো দেহহীন
মাটির আঘাতে চূর্ণবিচূর্ণ কোটি কোটি কোষ
বর্তমানের এই অসাধারন কর্মকাণ্ড
পৃথিবীকে করে দিচ্ছে পর ।
ব্যথা গুলো জমে যাচ্ছে বরফের মত
হাহাকার ভেসে বেড়ায় সন্ধ্যার বাতাসে ।
প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে দূরত্ব ।
খোলা জানালার আকাসে, দুর্যোগের ঘন ঘটা ।
বিবেক ধুয়ে শূন্যতার হাট বাজার।
বলা না বলার ভাষা গুলো পাগলের প্রলাপ।
প্রতিদিন বেড়ে চলে শুধু অবধারিত শূন্যতা ।
মিথ্যা অহংবোধ বাড়িয়ে দেয় শুধু দূরত্ব।
পৃথিবী ভুলে যায় তার কৃতজ্ঞতা ।
আজ থেকে আগামীর পথে বেড়ে যায় শূন্যতা
রাজকীয় পোষাকে দাপিয়ে বেড়ায় কার্বন-ডাই-অক্সাইড
সেতো শূন্যতার আপন ভাই ।
তাই পৃথিবী এগিয়ে যায় শূন্যতার দিকে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.