নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সর্ম্পকে বিবরন দেওয়ার মত তেমন কিছু নেই।শুধু এটুকু বলতে পারি একজন ভাল মনের অধিকারী হিসেবে নিজেকে মনে করি এবং সেটা আজীবন থাকতে চাই>লেখালিখি কারো কাছে নেশা, আর কারো কাছে হয়তোবা পেশা।আর আমি লিখি নিতান্তই শখের বশে, শুধুমাত্র আমার জন্যে।কারণ,এই শব্দর

অশ্রু সিক্ত তোমার স্মৃতি

অশ্রু সিক্ত তোমার স্মৃতি › বিস্তারিত পোস্টঃ

বেলা শেষ

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৫





চিতার আগুন চিতাতেই জ্বলে
তাতে নদীর কী আসে-যায়,
শ্মশান ঘাটে শূন্যতার যে হাহাকার
কোন এক বানের স্রোতে তাও ভাসিয়ে নেয়!

কতটা পুড়িয়েছিলে চিতার আগুনে?
কতখানি ঘৃনার গরল ঢেলে
স্বপে দিয়েছিলে শরীরের সব রক্ত-মাংস,
কতটা বিষ ছুড়েছো অকারণে সৌজন্যতা সরিয়ে?

নিখাদ প্রমানে সজাগ রেখেছো
জেগে ওঠা হাড়ের শেষ নিঃশ্বাসের অপেক্ষায়,
কতটা কুয়াশায় ঢেকে রেখেছো
সত্যের মহিমা ভালবাসা,
কথার বিষে অনুভবে তবু অযতন নিষ্ঠুর দূরাশা।

তুমি-তো সবই জানো--
রক্ত-হাড় শুষে খাওয়া সেই দহনের কথা!
এক মুহূর্তও সরিয়ে রাখা যায়নি একদিন
জানালা খুলতেই দৃষ্টি আকাশ,
আত্মার অনন্ত ফুলকি-দহন তোমাকেও ডাকে
দেখনি তুমি?
অমৃত প্রহরগুলো অন্ধকারেই ডুবে গেছে
তোমার অলক্ষ্য আগুনে!

তুমি-তো সবই জানো--
গুহান্ধকারে সাঁজানো অহংকার পতনের কথা!
জানো--নদীও আমাকে ভালবাসে এখন,
আমি নদীর বুকেই মিশে যায় একবার।
একটু স্পর্শ করে দেখো আমাকে--সবার শেষে
আঙুলের ডগায় ছুঁয়ে,
আমি কি সেই-ই আছি
নাকি পুড়ে কয়লা--ভষ্ম ছাই!

অনন্তঃ বিবাদ সবই বরবাদ--শেষ বেলার কথা,
তুমি আমি যত--ভালবাসার মত

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.