![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই হারানো দিনগুলো থেকে আমি একা একা পথ চলি__
অজানা অনিশ্চিত গন্ত্যব্যে কেউ ছিল না এ পথে কেবল একটি ছায়াই আমার সঙ্গে ছিল___
সেই নি:সঙ্গতার ধূসর ছায়া নি:সঙ্গতার এই ধূসর ছায়ার
আঁচড়ে আঁচড়ে আমার প্রতি রক্ত বিন্দু যেন বেতের আঘাতের প্রতিচ্ছবি ন্যায় নীল রং টি ধারণ করেছে___
শূণ্য অস্তিত্ব অপূর্ণ স্বপ্ন বিলাসিত অশ্রু আর কিছু বিবর্ণিত চাওয়া পাওয়ার মাঝেই যে আমি সীমাবদ্ধ____
বাঁধিত আমার পথ চলা আঁধারচ্ছন্ন চার দেয়ালের মাঝে আমার অন্তরালে সুপ্ত পাখিটা দাঁপরাতে থাকে মুক্তি পেতে ভাসমান স্বপ্নে আমার মুক্তি মেলে__
কিন্তু তারপর পুনরায় ভেঙ্গে যায় স্বপ্নটি পাষন্ডিত ধাক্কায়
ফিরে আসি বর্তমানে আমার অপূর্ণ স্বপ্ন নিয়ে__
জীবন কেন এত কষ্টকর কেন এত কষ্ট দেয় আমাকে___
©somewhere in net ltd.