![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশটাকে আমি ধরে রাখতে পারি না__
চরম ক্লান্তিতে সে ভেঙে পড়তে চায় বার বার__
শহর শূন্য পাড়া শূন্য শূন্যতা দিয়ে ভরে গেছে ব্যস্ত সময়__
কাজ মানুষকে কতো কিছু থেকেইনা মুক্তি দেয়__
কর্মহীন জীবনে ক্লান্তিরা প্রতি মুহূর্তে শেকল পরাচ্ছে পাঁয়ে__
আমি হাঁটতে চাই খোলা আকাশের নীচে সবুজ কার্পেট মোড়া অরণ্যে
শুধু একটি বিশ্বস্ত হাত হলেই চলে আর কিছু না__
©somewhere in net ltd.